SIR in Bengal: বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের সঙ্গে কথা সি মুরুগানের, কী জানতে চাইলেন?
ECI observer C Murugan: কাকদীপ মহকুমা শাসকের দফতরে প্রায় দু'ঘণ্টার বৈঠক শেষে সাগর বিধানসভার নামখানার বিভিন্ন বুথে রওনা দেন সি মুরুগন। সেখানে ১৯৯ বুথের দেবনগর এলাকার বিএলও-দের নিয়ে একাধিক ভোটারের বাড়ি পৌঁছে যান। ষাটোর্ধ্ব ও অশীতিপর ভোটারদের খোঁজখবর নেন। পৌঁছে যান তাঁদের বাড়িতে।

কাকদ্বীপ: মৃত ভোটারদের নাম কি রেখে দেওয়া হচ্ছে ভোটার তালিকায়? গত কয়েকদিন ধরেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আবার অনেক ভোটকেন্দ্রে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা কোনও ভোটারের মৃত্যু না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত ‘মৃত্যু-হীন’ ভোটকেন্দ্রের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭। তবে মৃত ভোটারদের নাম রেখে দেওয়া নিয়ে অভিযোগ জারি রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার একাধিক এলাকা পরিদর্শন করলেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক টিমের সদস্য সি মুরুগান। বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন প্রবীণ ভোটারদের সঙ্গে। এমনকি, বিএলও-দের কাজের প্রশংসাও করলেন।
গতকাল কাকদ্বীপ মহকুমা এলাকায় এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে এসে বৈঠক করেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমাশাসক প্রীতম সাহা এবং এই মহকুমার চারটি ব্লকের বিডিওরা। বৈঠকে প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক দলের বিএলএ-দের সঙ্গে গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বিশেষ পর্যবেক্ষক।

কাকদীপ মহকুমা শাসকের দফতরে প্রায় দু’ঘণ্টার বৈঠক শেষে সাগর বিধানসভার নামখানার বিভিন্ন বুথে রওনা দেন সি মুরুগন। সেখানে ১৯৯ বুথের দেবনগর এলাকার বিএলও-দের নিয়ে একাধিক ভোটারের বাড়ি পৌঁছে যান। ষাটোর্ধ্ব ও অশীতিপর ভোটারদের খোঁজখবর নেন। পৌঁছে যান তাঁদের বাড়িতে।

অশীতিপর দময়ন্তী জানা ও জাহানারা বিবির বাড়িতে যান সি মুরুগান। দময়ন্তী জানার সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ভোটার কার্ড আছে কি না জানতে চান। ভোটার কার্ড খতিয়ে দেখেন। একইরকমভাবে জাহানারা বিবির বাড়িতে গিয়েও ভোটার কার্ড দেখেন। সেখান থেকে বেরিয়ে সি মুরুগান বিএলও-দের প্রশংসা করেন। বলেন, “বিএলও-রা ভাল কাজ করছেন।” একইসঙ্গে গতকাল দেখা যায়, বিএলও-র সঙ্গে তিনি কথা বলার সময় তৃণমূলের এক বিএলএ কিছু বলায়, তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন কমিশনের এই পর্যবেক্ষক।
