Bike Accident: শেষবার দেখা গিয়েছিল অঙ্কুশের মির্জায়, সাতসকালে গতির বলি অভিনেতা

Bike Accident: পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে দ্রুত গতিতে বাইক চালানোর সময় সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিতে ধাক্কা মারে। বাইকের গতিবেগ এতটাই ছিল যে বাইকের সামনের চাকা খুলে যায় ও সামনের অংশ পুরো ভেঙে গিয়েছে।

Bike Accident: শেষবার দেখা গিয়েছিল অঙ্কুশের মির্জায়, সাতসকালে গতির বলি অভিনেতা
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2024 | 11:42 AM

সোনারপুর: ফের গতির বলি। সাতসকালে বেপরোয়া  বাইক চালানোর জেরে দুর্ঘটনায় মৃত্যু হল এল যুবকের। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে। মৃতের নাম আজাদ শেখ (৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে আসে। শনিবারই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা যাচ্ছে। 

সোনারপুর থানা এলাকার জগদীশপুরে বাড়ি আজাদ শেখের। পরিবার সূত্রে খবর, ভোর চারটে নাগাদ বাড়ি থেকে মামার বাড়ি যাবে বলে বের হয় আজাদ। এদিকে দু’দিনের মধ্যেই পরিবারের সকলের সঙ্গে মামার বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। সে কারণেই বাবা তাঁকে যেতে বারণও করে। কিন্তু, কে জানত বাড়ি থেকে বের হলেও আর ফেরা হবে না আজাদের। তাঁর একটি ৯ বছরের একটি পুত্র সন্তানও আছে। আগামী ২০ মে তাঁর ছেলের জন্মদিন। জন্মদিনের আগে বাবাকেও হারাল ছেলে। এদিকে সন্তানের জন্মের সময় আজাদের স্ত্রীও মারা যায়। সূত্রের খবর, আজাদ শেখ এই বছর রিলিজ পাওয়া অঙ্কুশের মির্জা সিনেমায় অভিনয়ও করে। বাবা ও ছেলে দুজনেই অভিনয় করেছিল।

পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে দ্রুত গতিতে বাইক চালানোর সময় সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিতে ধাক্কা মারে। বাইকের গতিবেগ এতটাই ছিল যে বাইকের সামনের চাকা খুলে যায় ও সামনের অংশ পুরো ভেঙে গিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।