SIR in Bengal: ফলতায় গেলেন বিশেষ পর্যবেক্ষকের বৈঠকে কী কী উঠে এল?
SIR: ডেকে পাঠানো হয়েছিল বিএলও-দের। ৪ তারিখ থেকে বিএলও-রা যে কাজ করছেন তার অগ্রগতি কতটা হয়েছে, কতটাই বা সমস্যায় পড়েছেন সবই শোনেন। আগামীতে এই কাজ কীভাবে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা এদিনের বৈঠকে আলোচনার মাধ্যমে উঠে আসে বলে জানা যাচ্ছে।
এসআইআরের কাজ দেখতে রাজ্যে কমিশনের স্পেশ্যাল ১৩। ফলতায় গেলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের খবর, এদিন ১২টা নাগাদ ফলতার বিডিও অফিসে পৌঁছন তিনি। তারপরই শুরু হয়ে যায় প্রথম পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে একদিকে যেমন সুব্রত গুপ্ত নিজে ছিলেন তেমনই কমিশনের আরও এক প্রতিনিধিও ছিলেন। ছিলেন ফলতার বিডিও। ছিলেন এসডিও। ডেকে পাঠানো হয়েছিল বিএলও-দের। ৪ তারিখ থেকে বিএলও-রা যে কাজ করছেন তার অগ্রগতি কতটা হয়েছে, কতটাই বা সমস্যায় পড়েছেন সবই শোনেন। আগামীতে এই কাজ কীভাবে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা এদিনের বৈঠকে আলোচনার মাধ্যমে উঠে আসে বলে জানা যাচ্ছে।
Published on: Nov 30, 2025 05:38 PM
Latest Videos

