মুসলিম হয়ে বিজেপিতে যোগ! স্কুল থেকে ঘাড়ধাক্কা পরিচালন কমিটির সদস্যকে
স্কুল পরিচালন কমিটির সদস্যকে হেনস্থা-সহ স্কুলের ভেতর থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাজারহাট ভাতেণ্ডা আন্নাকালী স্মৃতিমন্দির গার্লস হাইস্কুলের স্কুল পরিচালন কমিটির সদস্য মহম্মদ আনোয়ার হোসেন। বেশ কিছুদিন আগে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই নানা মহল থেকে তাঁর উপর চাপ আসতে শুরু করে কমিটি থেকে ইস্তফা দেওয়ার জন্য। সেই মতো গত ৩০ জানুয়ারি পদত্যাগপত্র নিয়ে যান স্কুলে। সেই সময় প্রায় জনা সাতেক ব্যক্তি স্কুলে ঢুকে পড়ে। এবং মহম্মদ আনোয়ার হোসেনকে চেয়ার থেকে তুলে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এখানেই শেষ নয়, স্কুল থেকে বের করে দেওয়ার সময় তৃণমূলের স্লোগান তোলা হতে থাকে। স্লোগান তোলা হতে থাকে বিজেপির বিরুদ্ধে। ভিডিয়োতে সেই সমস্ত ঘটনা ধরা পড়েছে। রাস্তা দিয়ে মহম্মদ আনোয়ার হোসেনকে পিছনে ধাওয়া করে তৃণমূলের স্লোগান দিতে এগিয়ে যায় অভিযুক্তরা। এরপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন মহম্মদ আনোয়ার হোসেন।
এই ঘটনার পর বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, ৪৮ ঘণ্টার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন রাজারহাট নিউটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর।
আরও পড়ুন: ‘পেছনে ল্যাজের আগুন দিয়ে লঙ্কাকাণ্ড হবে তখব বুঝবে’, মমতার কি ভবিষ্যদ্বাণী?