AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাছ দেখতে বেরিয়েই মর্মান্তিক দুর্ঘটনা! বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যু দুই কিশোরের

মৃত দুই যুবকের নাম আকাশ পড়ুয়া (১৬) ও প্রীতম প্রধান (১৭)। তাদের বাড়ি নন্দীগ্রাম থানার বয়াল গ্রামে৷ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মাছ দেখতে বেরিয়েই মর্মান্তিক দুর্ঘটনা! বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যু দুই কিশোরের
নিজস্ব চিত্র
| Updated on: May 27, 2021 | 6:49 PM
Share

পূর্ব মেদিনীপুর: অতি তীব্র ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে প্রবল জলোচ্ছ্বাসের কারণে ভেঙেছে একের পর এক বাঁধ। যার ফলে প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুরের অসংখ্য গ্রাম। ডুবে গিয়েছে প্রচুর মাছের ভেড়ি ও ফিশারি। বুধবারের প্রবল তাণ্ডব মিটে যাওয়ার পর বুধবারও বর্ষণ অব্যাহত ছিল জেলায়। এরই মধ্যে এলাকায় মাছ দেখতে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই কিশোরের।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম আকাশ পড়ুয়া (১৬) ও প্রীতম প্রধান (১৭)। তাদের বাড়ি, নন্দীগ্রাম থানার বয়াল গ্রামে৷ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের জেরে হলদি নদীর জল বাঁধ ভেঙে নন্দীগ্রামে ঢুকে পড়েছে। এই অবস্থায় জমে থাকা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। তখনই নন্দীগ্রাম ২ নং ব্লকের দ্বিতীয় খণ্ড জলপাই গ্রামে রাস্তার ধারে সাইকেল-সহ দুই কিশোরে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম পুলিশ দ্রুত এলাকায় হাজির হয়।

আরও পড়ুন: ‘দুয়ারে ত্রাণ’ নিয়ে যাচ্ছে রাজ্য, আপাতত বরাদ্দ ১০০০ কোটি, জানালেন মমতা

প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসতর্কতার জেরে রাস্তার পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া কাঁটা তারে জড়িয়ে যায় দুই কিশোর। যার জেরেই মৃত্যু হয় দুই কিশোরের। স্থানীয়দের কথায়, ইয়াসের তাণ্ডবে এই এলাকার বেশ কয়েকটি মাছের ফিশারি জলে ডুবে যাওয়ায় ফিশারির সব মাছ বেরিয়ে আসে। আর সেই ঘটনা জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে বহু লোক জাল নিয়ে মাছ ধরতে আসে। সেই মতো এই দু’জন মাছ ধরতে কিংবা মাছ ধরা দেখতে এসেছিল বলে অনুমান স্থানীয়দের।

আরও পড়ুন: হঠাৎ শ্বাসকষ্ট শুরু অনুব্রত’র, তড়িঘড়ি আনা হচ্ছে কলকাতায়