AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জোট-জট: কাটোয়ায় কংগ্রেসের আসনে প্রার্থী দিল সিপিএম

কংগ্রেসের প্রার্থী নিয়ে দলীয় কোন্দলের কারণে কাটোয়ায় কংগ্রেসের (Congress) আসনে প্রার্থী দিল সিপিএম (CPIM)।

জোট-জট: কাটোয়ায় কংগ্রেসের আসনে প্রার্থী দিল সিপিএম
নিজস্ব চিত্র
| Updated on: Apr 01, 2021 | 12:14 AM
Share

কাটোয়া: আবারও সংযুক্ত মোর্চার প্রার্থী দেওয়া ঘিরে জট। এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় কংগ্রেসের (Congress) আসনে প্রার্থী দিল সিপিএম (CPIM)। কংগ্রেসের প্রার্থী নিয়ে দলীয় কোন্দলের কারণে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আর অপেক্ষা করেনি সিপিএম। তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সিপিএম। তাদের তরফে প্রার্থী করা হচ্ছে সুদীপ্ত বাগচি।

কংগ্রেসের কাটোয়া বিধানসভা আসন ছাড়া হয়েছিল কংগ্রেসকে। কিন্তু সেই আসনের প্রার্থী প্রবীর গাঙ্গুলিকে নিয়ে বিরোধিতা করছে দলের একাংশ। তাঁদের দাবি, বর্ধমান শহরের বাসিন্দা প্রবীরবাবুর কাটোয়ার সঙ্গে জনসংযোগ নেই। তাঁর জায়গায় কিছুদিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা রণজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করার দাবি তোলে তারা। এদিকে সিপিএম প্রার্থী দেওয়ার কথা নাকি জানতেনই না প্রবীরবাবু। তাই বুধবারও তিনি কংগ্রেস ও সিপিএম দলীয় পতাকা নিয়ে প্রচার সারেন দাইহাট শহরে।

বিষয়টি জানার পর তিনি বলেন, “মনোনয়ন জমা করতে দেরি হওয়ায় সিপিএম দলের এটা কৌশল। কিন্তু আমিও প্রতিদ্বন্দ্বিতা করব।” অন্যদিকে বৃহস্পতিবারই সিপিএম প্রার্থী সুদীপ্ত বাগচি সিপিএম প্রতীকে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে কংগ্রেসের টিকিটে প্রায় ২৭ হাজার ভোটে জিতেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কিন্তু দল ছেড়ে পরে তৃণমূলে চলে যান তিনি। এদিকে ২০১৬ সালের নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতলেও ব্যবধান ছিল মাত্র ৯০০ ভোট। ২০১৯ লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে আবার কাটোয়ায় ১ হাজার ৮৫৯ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে কিছুদিন আগে তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথের ভাইপো রণজিতের দলবদল করে কংগ্রেসে আসা নিয়ে জোর শোরগোল হয়। সেই রণজিৎকে এবার কংগ্রেসের টিকিট দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন কাটোয়া কংগ্রেস নেতৃত্বের একাংশ। কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে সেখানে প্রার্থী ঘোষণা করে দিল তাদের জোটসঙ্গী সিপিএম।