Physical Relation: ছেলের বয়সী দুই কিশোরের সঙ্গে উদ্দাম যৌনতা! বসে দেখল তৃতীয়জন

Bizarre: ওই যুবতী হোটেলের হট টাবে যান স্নান করতে। সেখানে তখন উপস্থিত ছিল হকি টিমের কয়েকজন সদস্য। ওই কিশোরদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। স্বামীর সঙ্গে সমস্যা, দূরত্ব নিয়ে আলোচনা করেন। এরপরে সকলেই হোটেল রুমে চলে এলে, ওই মহিলা ১৫ বছরের এক কিশোরকে স্ন্যাপচ্যাটে মেসেজ করেন এবং জানান যে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়েছে, ওই কিশোরের রুমে আসতে চান তিনি।

Physical Relation: ছেলের বয়সী দুই কিশোরের সঙ্গে উদ্দাম যৌনতা! বসে দেখল তৃতীয়জন
প্রতীকী চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 05, 2024 | 8:20 AM

কলোরাডো: নিজের সন্তানের যা বয়স, সেই বয়সেরই দুই কিশোরের সঙ্গে উদ্দাম যৌনতায় জড়ালেন বছর আটত্রিশের এক মহিলা। ১৫ বছরের ওই কিশোরদের সঙ্গে শুধু যৌন সম্পর্ক স্থাপনই নয়, তাঁদেরই এক বন্ধুকে দর্শক হিসাবে বসিয়েও রাখলেন ওই যুবতী। তাঁকে দেখতে বাধ্য করালেন যে কীভাবে দুই কিশোরের সঙ্গে একই সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করছেন। অপরাধমূলক যৌন সম্পর্কে স্থাপনের অভিযোগে ওই যুবতীকে গ্রেফতারের পর তাঁর সাফাই, ঘুরতে এসে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। তাই রাগ কমাতে দুই নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তিনি।

ঘটনাটি ঘটেছে আমেরিকাপ কলোরাডোয়। গত সপ্তাহের বৃহস্পতিবারই ওই যুবতীকে গ্রেফতার করা হয়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেজন অনুযায়ী, অ্যালিসন লি স্কারডিন নামক ওই যুবতী বিবাহিত, তাঁর দুই সন্তানও রয়েছে। গত জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে তাঁরা রোসভিলের একটি হোটেলে উঠেছিলেন। ওই হোটেলেই থাকছিল কলোরাডোর বয়েজ হকি টিম।

১৪ জানুয়ারি, ওই যুবতী হোটেলের হট টাবে যান স্নান করতে। সেখানে তখন উপস্থিত ছিল হকি টিমের কয়েকজন সদস্য। ওই কিশোরদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। স্বামীর সঙ্গে সমস্যা, দূরত্ব নিয়ে আলোচনা করেন। এরপরে সকলেই হোটেল রুমে চলে এলে, ওই মহিলা ১৫ বছরের এক কিশোরকে স্ন্যাপচ্যাটে মেসেজ করেন এবং জানান যে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়েছে, ওই কিশোরের রুমে আসতে চান তিনি।

কথাবার্তার মাঝেই কিশোরের বয়স জানতে চান, কিশোর তাঁর বয়স জানালে তিনি বলেন, “আমার সন্তানদের বয়সী তোমরা”। এরপরও যুবতী তাদের সঙ্গে যৌনতা নিয়ে, ইঙ্গিতমূলক কথাবার্তা বলেন। পরে দুই কিশোরকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাবও দেন। কার্যত ওই মহিলার জোরাজুরিতেই বাধ্য হয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয় দুই কিশোর। তৃতীয় আরেক কিশোরকে ওই মহিলা বসিয়ে রাখেন, তাদের যৌন সম্পর্ক দেখার জন্য।

জানা গিয়েছে, হোটেলের ওই ঘটনার পরও বাড়ি ফিরে একাধিকবার দুই কিশোরকে মেসেজ করেছিলেন যুবতী। তাদের ম্য়াচ দেখতেও হাজির হন একবার। এরপরই পুলিশে অভিযোগ জানায় দুই কিশোর। গত বৃহস্পতিবার ওই যুবতীকে গ্রেফতার করা হয়।