Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2024 Prediction: ৫০০ বছর আগের ভবিষ্যদ্বাণী হুবহু মিলছে! ২০২৪ নিয়ে কী বলা হয়েছিল?

Nostradamus: ১৫৫৫ সালে ‘Les Propheties’-এ ২০২৪ সাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন ফরাসি অ্যাস্ট্রোলজার নস্ট্রাদামুস। ২০২৪ সাল নিয়ে পাঁচ শতক আগে করা সেই ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে হুবহু। যা রীতিমতো অবাক করার মতো। ওই অ্যাস্ট্রোলজার সব কথাই মিলে যাচ্ছে ৫০০ বছর পরও। ব্রিটেনের রাজপরিবার নিয়ে ভবিষ্যদ্বাণীও মিলে গিয়েছে।

2024 Prediction: ৫০০ বছর আগের ভবিষ্যদ্বাণী হুবহু মিলছে! ২০২৪ নিয়ে কী বলা হয়েছিল?
ফরাসি অ্যাস্ট্রোলজার নস্ট্রাদামুস
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 8:32 PM

নয়াদিল্লি: ৫০০ বছর আগে করা হয়েছিল ভবিষ্যদ্বাণী। ২০২৪ সাল নিয়ে পাঁচ শতক আগে করা সেই ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে হুবহু। যা রীতিমতো অবাক করার মতো। ফরাসি অ্যাস্ট্রোলজার নস্ট্রাদামুস সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০২৪ সালে তা সত্যি হচ্ছে। যুদ্ধ থেকে রাজার মুকুট হারানো, আবহাওয়ার পরিস্থিতি থেকে নতুন ধর্মগুরুর আগমন। ওই অ্যাস্ট্রোলজার সব কথাই মিলে যাচ্ছে ৫০০ বছর পর। আসুন দেখে নিই ২০২৪ সাল নিয়ে কী বলেছিলেন।

১৫৫৫ সালে ‘Les Propheties’-এ ২০২৪ সাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন ফরাসি অ্যাস্ট্রোলজার নস্ট্রাদামুস। সেখানে তিনি উল্লেখ করেছিলেন ‘’Naval Battle’-এর কথা। বছরের শুরুতেই মিলে গিয়েছে সেই ভবিষ্যদ্বাণী। গত বছর ইজরায়েল এবং হামাসের যুদ্ধের রেশ এসে পড়েছে লোহিত সাগরে। এ বছরের শুরু থেকেই দফায় দফায় অশান্ত হয়েছে লোহিত সাগর এবং তৎসংসলগ্ন এলাকা। গাজা যুদ্ধপরিস্থিতির প্রতিবাদে লেবাননের জঙ্গিগোষ্ঠী হুথি বার বার আক্রমণ করেছে লোহিত সাগরের উপর দিয়ে যাওয়া বিভিন্ন বাণিজ্য জাহাজকে। যা প্রতিরোধ করছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। তা নিয়ে যুদ্ধ লেগেছে সমুদ্রে। কিন্তু ষোড়শ শতকেই সমুদ্রে যুদ্ধ হতে পারে বলে জানিয়েছিলেন ওই অ্যাস্ট্রোলজার।

রাজার গদি টলমল হওয়া নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ট্রাদুমাস। ব্রিটেনের রাজার গদি টলমল অবস্থার কথাই তিনি বলেছিলেন বলে মত গবেষকদের। এর পাশাপাশি রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য অবনতির কথাও বলেছিলেন তিনি। ব্রিটেনের যুবরানি নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছেন। এর পরই নস্ট্রাদুমাসের ভবিষ্যদ্বাণী নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। পরিবেশে বিভিন্ন সমস্যা নিয়ে ভবিষ্যদ্বাণী ছিল নস্ট্রাদামুসের। কোথাও বন্যা, কোথাও খরা, আবার কোথাও দাবানল। পরিবেশ নিয়েও ৫০০ বছর আগে বলা কথা মিলে গিয়েছে। এর পাশাপাশি বিশ্ব নতুন পোপ ২০২৪ সালে পাবেন বলে ১৯৫৫ সালে জানিয়েছিলেন ফরাসি গণৎকার। খুব শীঘ্রই পোপ ফ্রান্সিস অবসর নেবেন বলে জানা গিয়েছে। তাঁর জায়গায় বয়সে তরুণ কেউ পোপ বলে জানিয়েছিলেন। সেই ভবিষ্যদ্বাণীও খুব শীঘ্রই সত্যি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে।