New Year 2025: নতুন বছরের প্রথম দিনেই বইল রক্তগঙ্গা! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ১০ জনের

New Year 2025: উর্ধ্বগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ধাক্কা মারে একটি পিকআপ ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গুরুতর ভাবে জখম হয়েছেন প্রায় ৩০ জন।

New Year 2025: নতুন বছরের প্রথম দিনেই বইল রক্তগঙ্গা! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ১০ জনের
Image Credit source: X Handle Anil Thakur
Follow Us:
| Updated on: Jan 01, 2025 | 9:07 PM

ওয়াশিংটন: নতুন বছরের মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা। গোটা বিশ্ব যখন বর্ষবরণের উদযাপনে ব্যস্ত। উজ্জ্বল আলো ঢেকেছে অলিগলি। উৎসবের আমেজে রাতভর খোলা আকাশের নীচে উল্লাসে মত্ত সাধারণ। সেই ফাঁকে ঘটে গেল দুর্গতি। উন্মত্ত গাড়ির ধাক্কায় মৃত্যু দশ জনের, আহত হলেন ৩০ জন।

ঘটনা আমেরিকার নিউ অর্ল্যানের। গোটা এলাকা যখন পথে বেরিয়ে নতুন বছর উদযাপনে মত্ত। তখনই ঘটল বিপত্তি। উর্ধ্বগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ধাক্কা মারে একটি পিকআপ ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গুরুতর ভাবে জখম হয়েছেন প্রায় ৩০ জন।

শুধু তা-ই নয়,ঘটনার পরই পুলিশ ও চালকের মধ্যে চলে গুলির লড়াইও। গাড়ি থেকে এক লাফে নেমে গুলি চালাতে শুরু করে চালক। পাল্টা চালককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশও, দাবি প্রত্য়ক্ষদর্শীদের।

প্রসঙ্গত, এর আগে বড়দিনের দিন একই দুর্গতির ছবি ফুটে ওঠে জার্মানিতে। রাতে শহরে যখন উৎসবে আমেজে বেড়েছে মানুজনের আনাগোনা। তার মধ্যে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। একই ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। রক্তগঙ্গা বয়ে যায় এলাকায়। মৃত্যু হয় ৫ জনের। আহত হন প্রায় ২০০ জন। ঘটনায় সৌদি আরবের এক নাগরিককে গ্রেফতার করে জার্মান পুলিশ।