Australian Model: এক বছরে ৩০০ জনের সঙ্গে সঙ্গম, আরও বেশি যৌন তৃপ্তি চাইছেন এই সুন্দরী

Australian Model: অ্যানি নাইট। অস্ট্রেলিয়ান মডেল। এখন তাঁরই কর্মকান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি ওই যুবতী দাবি করেছেন, ৫২ সপ্তাহে তিনি ৫২ জনের সঙ্গে ডেটে গিয়েছেন নিজের ভালবাসা খুঁজে পাওয়ার জন্য। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি।

Australian Model: এক বছরে ৩০০ জনের সঙ্গে সঙ্গম, আরও বেশি যৌন তৃপ্তি চাইছেন এই সুন্দরী
অ্যানি নাইটImage Credit source: Instagram

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2023 | 7:00 AM

সিডনি:  একেক জনের একেক ধরনের নেশা থাকে। কেউ কেনাকাটা করতে ভালবাসেন। কেউ আবার খাওয়া-দাওয়া পকেট ফাঁকা করেন। কিন্তু যৌনতার নেশা শুনেছেন? অবাক হওয়ার কিছু নেই। যৌনতার এমনই নেশায় মেতেছেন এক যুবতী। তাঁর চাবুক ফিগার এমনিতেই সামাজিক মাধ্যমে ঝড় তোলে। এবার তাঁর যৌনতার ‘নেশার’ কথা প্রকাশ্যে আনতেই ডিএম ভরেছে নানা প্রস্তাবে।

অ্যানি নাইট। অস্ট্রেলিয়ান মডেল। এখন তাঁরই কর্মকান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি ওই যুবতী দাবি করেছেন, ৫২ সপ্তাহে তিনি ৫২ জনের সঙ্গে ডেটে গিয়েছেন নিজের ভালবাসা খুঁজে পাওয়ার জন্য। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। বিতর্ক বেঁধেছে অন্য জায়গায়। অ্যানি জানিয়েছেন, এই এক বছরে ডেটিংয়ে গিয়ে তিনি প্রায় ৩০০ জন মানুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছেন। আর এখন ওই যুবতী বিষয়টিকে প্রায় প্রতি সপ্তাহে নিত্য নতুন ‘পার্টনারের’ সঙ্গে ডেটে যান এবং তাঁদের সঙ্গে সঙ্গম করেন।

অ্যানি বলেছেন, “আমি এর আগে কখনও এমন ডেটার ছিলাম না। বছরে প্রায় তিনটি তারিখে আমি যেতাম। তাই আমি এখন এই বিষয়টিতে অভ্যস্থ হতে চাই।”