Bangladesh: ভারতকে সরিয়ে এখন পাকিস্তানকে দিয়েছে দায়িত্ব! বাংলাদেশে ঢুকল আরও একটি পাক-জাহাজ
Bangladesh: 'নৈরাজ্যের' বাংলাদেশের এখন নতুন বন্ধু হয়েছে পাকিস্তান। সেই বন্ধুত্বের ঘনত্ব বাড়তেই বেড়েছে যোগাযোগ। গত নভেম্বরেই ৫৩ বছর পর পাকিস্তান হয়ে বাংলাদেশে এসে থামে একটি পণ্য বোঝাই জাহাজ।

ঢাকা: বিশেষজ্ঞদের মতে, ভারত-বাংলাদেশের সুসম্পর্কের ‘শেষ’ সেতুটাই ছিলেন হাসিনা। কিন্তু পালাবদলের পর আপাতত মরচে ধরেছে সেই সম্পর্কের সেতুতে। বিগত ছয় মাসে পদ্মা হয়ে বয়ে গিয়েছে কত জল। আর তার সঙ্গে ততই তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক।
‘নৈরাজ্যের’ বাংলাদেশের এখন নতুন বন্ধু হয়েছে পাকিস্তান। সেই বন্ধুত্বের ঘনত্ব বাড়তেই বেড়েছে যোগাযোগ। গত নভেম্বরেই ৫৩ বছর পর পাকিস্তান হয়ে বাংলাদেশে এসে থামে একটি পণ্য বোঝাই জাহাজ। সেই থেকেই যেন আবার ‘ফেলে আসা’ বন্ধুত্ব নিয়ে বুক চওড়া হয় ইউনূসের।
নভেম্বরের পর ডিসেম্বর মাসেও করাচি থেকে ৬৯৯টি কন্টেনর বোঝাই করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে থামে আরও একটি জাহাজ। এরপর কিছুটা বিরতি। আবার শুরু হয়েছে জাহাজ আসা। গত বুধবার পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রামে এসে থামল আরও একটি জাহাজ।
শনিবার সেই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে সেদেশের খাদ্য মন্ত্রণালয় তরফে জানানো হয়েছে যে, পাকিস্তানের থেকে মোট ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল আনিয়েছে বাংলাদেশ। অবশ্য, শুধুই পাকিস্তান নয়, ভারত থেকে এই মাসে ১১ হাজার মেট্রিক টন চাল আনিয়েছে তারা। বলে রাখা ভাল, হাসিনার সময়কালে দেশে চাল আমদানির ক্ষেত্রে ভারতের উপরেই বেশি নির্ভর ছিল বাংলাদেশ।
২০২৪ সালেও পালাবদলের আগে ভারতের থেকে ১০ হাজার মেট্রিক টন চাল আনিয়েছিল তারা। তারপর দেশজুড়ে তৈরি হওয়া অচলাবস্থার জেরে বাঁধ পড়েছিল আমদানিতে। চলতি বছর আবার সেই ভারতকে ভুলে ৫০ বছর পর পাকিস্তানের থেকে চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছে এই আমদানি কাজ। সেই মাসে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আনায় বাংলাদেশ।





