Baba Vanga Prediction: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে ভূমিকম্প হল, সব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, আর কী কী বলেছেন জানেন
Baba Vanga Prediction: ১৯৯৬ সালে মারা যান বাবা ভাঙ্গা। তবে মৃত্যুর আগে তিনি পৃথিবী নিয়ে অনেক কিছু ভবিষ্যদ্বাণী লিখে গিয়েছেন। এমনকী, পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছেন। ২০২৫ সালের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। তা হল ভয়ঙ্কর ভূমিকম্প, যা সবকিছু তছনছ করে দেবে।

বুলগেরিয়া: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। অনেকে বলেন তিনি নাকি যা বলে গিয়েছেন, তাই-ই সত্যি প্রমাণিত হয়েছে। অনেকেই আবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস রাখেন না। বিগত কয়েক বছরে বাবা ভাঙ্গার অনেক কথা সত্য প্রমাণিত হয়েছে, তা সে ৯/১১-র হামলা হোক বা প্রিন্সেস ডায়নার মৃত্যু, কিংবা বিশ্ব ক্ষমতা হিসাবে চিনের উত্থান। ২০২৫ সাল নিয়েও বাবা ভাঙ্গা যে ভবিষ্যদ্বাণী করেছেন, তা কিন্তু ইতিমধ্যেই সত্যি প্রমাণিত হয়েছে। কী সেই ভবিষ্যদ্বাণী?
১৯৯৬ সালে মারা যান বাবা ভাঙ্গা। তবে মৃত্যুর আগে তিনি পৃথিবী নিয়ে অনেক কিছু ভবিষ্যদ্বাণী লিখে গিয়েছেন। এমনকী, পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছেন। ২০২৫ সালের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। তা হল ভয়ঙ্কর ভূমিকম্প, যা সবকিছু তছনছ করে দেবে।
বাবা ভাঙ্গার সেই ভবিষ্যদ্বাণী সত্যি করেই গত সপ্তাহে জোড়া ভূমিকম্প হয় মায়ানমারে। ৭.৭ মাত্রার প্রথম ভয়ঙ্কর ভূমিকম্প হয় এবং পরে ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় কয়েক মিনিট পরই। এই ভূমিকম্পের প্রভাব শুধুমাত্র মায়ানমারেই নয়, পড়শি থাইল্যান্ড, ভিয়েতনাম, চিন, ভারত ও পাকিস্তানেও পড়েছে। শুধু মায়ানমারের মৃতের সংখ্যা ইতিমধ্যে ৩৭০০ ছাড়িয়েছে। উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই মৃতের সংখ্যা বেড়ে চলেছে।
২০২৫ সাল নিয়ে আরও কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তিনি বলেছিলেন ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ বাধতে পারে, যা জনসংখ্যায় বিরাট প্রভাব ফেলবে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন। তার কথায়, মানবতার পতন ২০২৫ সাল থেকেই শুরু হবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে ৫০৭৯ সালে।
বাবা ভাঙ্গা আর কী কী ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন?
- ২০২৮ সালে মানুষ শক্তির খোঁজে শুক্র গ্রহে পৌঁছে যাবে।
- ২০৩৩ সালে দুই মেরুতে বরফ গলায় ব্যাপক জলস্তর বাড়বে।
- ২০৭৬ সালে বিশ্বের একাধিক দেশে কমিউনিজম ফিরবে।
- ২১৩০ সালে মানুষ ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সফল হবে।
- ২১৭০ সালে ভয়ঙ্কর খরা দেখা দেবে, যা পৃথিবীর বড় একটা অংশে প্রভাব ফেলবে।
- ৩০০৫ সালে মঙ্গল গ্রহের বাসিন্দাদের সঙ্গে পৃথিবীর যুদ্ধ বাধবে।
- ৩৭৯৭ সালে পৃথিবী বসবাসযোগ্য থাকবে না। মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে।
- ৫০৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।





