Balochistan: পাকিস্তানের ‘গর্ভপাত’ হওয়া সময়ের অপেক্ষা! স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে এগোচ্ছে বালোচিস্তান
Balochistan: এক বালোচ বিদ্রোহীর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা দাবি করা হয়েছে, তারা দ্রুত স্বাধীনতা দাবি করছেন। ভারতে একটি দূতাবাস খোলার আর্জিও জানাচ্ছেন তাঁরা।

বালোচিস্তান: একদিকে ভারতের একের পর এক আঘাতে নাজেহাল পাকিস্তান। অন্যদিকে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে পাক সেনার অন্দরে। আর এবার আরও এক বিপাকে ইসলামাবাদ। অবিলম্বে স্বাধীনতা চাইছে বালোচিস্তান। গত কয়েকদিন ধরেই বালোচ বিদ্রোহীদের চাপে অস্থির পাক প্রশাসন। এবার উঠতে শুরু করল নতুন স্লোগান।
বালোচিস্তানে অস্থির পরিস্থিতির মধ্যে বালোচ বিদ্রোহীরা যে কোনও সময় স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে বলেও শোনা যাচ্ছে। এক বালোচ বিদ্রোহীর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা দাবি করা হয়েছে, তারা দ্রুত স্বাধীনতা দাবি করছেন। ভারতে একটি দূতাবাস খোলার আর্জিও জানাচ্ছেন তাঁরা।
এমনকী রাষ্ট্রপুঞ্জের কাছে তাদের দাবি ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করতে হবে। বালোচিস্তানে শান্তিরক্ষা বাহিনীর উপস্থিতিও দাবি করছেন তাঁরা। পাকিস্তানের সেনা যাতে অবিলম্বে সরে যায়, সেটাই চান তাঁরা।
কীভাবে স্বাধীন বালোচিস্তানের সরকার গঠন করে ক্ষমতা নেওয়া হবে, সেই সব প্ল্যানও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য গত কয়েকদিনে বারবার পাক সেনাকে নিশানা করে হামলা চালাচ্ছে বালোচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার সকালে পাক সেনার একটি গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে বালোচরা।
To the people of Balochistan: The time has come to claim your freedom. As we bring an end to Pakistan, rise up, strike, and take what is rightfully yours.
— Shesh Paul Vaid (@spvaid) May 8, 2025
