Bangladesh-Pakistan: ‘নিউক্লিয়ার বম্ব লঞ্চ করব’,ভারতকে পরমাণু হামলার হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তার, তলে-তলে সাহায্য শুরু করে দিল পাকিস্তান?

Dec 19, 2024 | 9:41 AM

Bangladesh-Pakistan: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান তথা অবসর প্রাপ্ত কর্নেল অলি আহমেদ ১৯৭১ সালে চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিয়েছিলেন। এমনকী, যুদ্ধে তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সে সময় তাঁকে 'বীর বিক্রম'খেতাবও দিয়েছিল।

Bangladesh-Pakistan: নিউক্লিয়ার বম্ব লঞ্চ করব,ভারতকে পরমাণু হামলার হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তার, তলে-তলে সাহায্য শুরু করে দিল পাকিস্তান?
ভারতকে পরমাণু হুমকি প্রাক্তন সেনাকর্তার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কথায় বলেন ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি’। বাংলাদেশের অবস্থাও এখন যেন তাই। কখনও কলকাতা দখল, কখন গোটা ভারত দখলের মতো ফাঁকা আওয়াজ দিয়েও শান্তি না হওয়ায় এবার পরমাণু হুঁশিয়ারি। আর দেবে নাই বা কেন! একদা ‘শত্রু’ এখন পাকিস্তান এখন ‘বন্ধু’ হয়েছে বাংলাদেশের। আগেই পাকিস্তানের কোনও এক ‘চুনোপুঁটি’ কট্টরপন্থী ধর্মগুরু প্রকাশ্যেই ভারতকে হুমকি দিয়েছিল। এমনকী বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছিল। এবার একই সুর শোনা গেল বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলায়। ‘বন্ধু’ দেশ থেকে ধার করে এনে ভারতকে পরমাণু হুঁশিয়ারি দিলেন অবসরপ্রাপ্ত ওই কর্নেল। বললেন, “কলা চুষব না, এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে।”

কী হুমকি দেওয়া হয়েছে?

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান তথা অবসর প্রাপ্ত কর্নেল অলি আহমেদ ১৯৭১ সালে চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিয়েছিলেন। এমনকী, যুদ্ধে তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সে সময় তাঁকে ‘বীর বিক্রম’খেতাবও দিয়েছিল। অবসর প্রাপ্ত সেই কর্নেল ভুলে গেলেন কি না ইতিহাস? এখন পাকিস্তানকে ‘বন্ধু’ সম্বোধন করছেন তিনি! শুধু তাই নয়, হুমকি দিচ্ছেন ভারতকে। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করতে গিয়ে কদর্য ভাষায় ভারতকে অপমান করে বলছেন, “যে ভারত ১৫ বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে, যাদের কাছে নিউক্লিয়ার বম্ব আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষব, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে।”

বাংলাদেশ কি আদৌ পারে পরমাণু ব্যবহারে?

একাধিক আন্তর্জাতিক আইন ও চুক্তি রয়েছে। যার অধীনে পরমাণু অস্ত্র উৎপাদন, পরীক্ষা এবং ব্যবহার নিষিদ্ধ। চিন, পাকিস্তান,ভারতের মতো দেশগুলির এই চুক্তিতে স্বাক্ষর রয়েছে। তবে বাংলাদেশ কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র নয়। তবে কি এবার পাকিস্তানের সাহায্য় নিয়ে গোপনে অস্ত্র ভাণ্ডার তৈরি করছে বাংলাদেশ? প্রাক্তন কর্নেলের হুমকি কিন্তু সেই দিকেই ইঙ্গিল করছে।

Next Article