Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Padma Setu: পদ্মা সেতু খুলে দিতেই দুর্ঘটনা, ছিটকে পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু, আপাতত বন্ধ বাইক চলাচল

Bangladesh: সেই তালিকায় ছিলেন আলমগির হোসেন ও মহম্মদ ফজলু নামে দুই যুবক। তাঁদের বাইকই দুর্ঘটনার কবলে পড়ে।

Padma Setu: পদ্মা সেতু খুলে দিতেই দুর্ঘটনা, ছিটকে পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু, আপাতত বন্ধ বাইক চলাচল
দুর্ঘটনাগ্রস্ত বাইকটি। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2022 | 12:07 AM

ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধনের পরদিনই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। দুই বাইক আরোহী দু্র্ঘটনার কবলে পড়েন এদিন। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। দু’ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পরই সোমবার ভোর ৬টা থেকে বাংলাদেশ সরকার পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবারই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই দেশের এমন এক বিস্ময়কে চাক্ষুষ করার জন্য সকাল থেকে উপচে পড়ে মানুষের ভিড়। সেলফি থেকে রিলস ভিডিয়ো, বাদ যায়নি কিছুই। রাত বাড়তেই শুরু হয় ‘অ্যাডভেঞ্চার’। গাড়ি, বাইক হাঁকিয়ে ছুটতে থাকেন চালকরা।

সেই তালিকায় ছিলেন আলমগির হোসেন ও মহম্মদ ফজলু নামে দুই যুবক। তাঁদের বাইকই দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকার দোহার-নবাবগঞ্জের বাসিন্দা ছিলেন তাঁরা। জানা গিয়েছে, কিছুদিন আগেই বিদেশ থেকে ফেরেন ফজলু। আলমগির একজন মোটর মেকানিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, কোনও ট্রাকের ধাক্কার পর তাঁদের বাইক ছিটকে পড়ে। তাতেই এই ঘটনা।

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার ভোর থেকে তা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। বাংলাদেশের দীর্ঘতম সেতু এই পদ্মা সেতু। নির্মাণ করতে মোট ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সেতুটি তৈরি করতে সময় লেগেছে ১১ বছর। ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল এই সেতু স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি। এই সেতুর একতলায় চার লাইনের সড়কপথ ধরে চলবে বাস, গাড়ি-সহ আরও যান। অন্যতলায় চলবে ট্রেন। এই সেতুতে রয়েছে পুলিশ স্টেশন, স্বাস্থ্য কেন্দ্র, মসজিদ, জলের ট্যাঙ্ক, বিদ্যুতের সাব স্টেশন, অগ্নিনির্বাপন ব্যবস্থার যাবতীয় বন্দোবস্ত।