Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ছে সংক্রমণ, গোটা দেশের সঙ্গে রেল যোগাযোগ ছিন্ন করছে ঢাকা

গত কয়েকদিন ধরে সংক্রমণ ফের ভয়াক আকার নিচ্ছে বাংলাদেশে। অনেক জায়গায় জারি করা হয়েছে কড়া বিধি-নিষেধ।

বাড়ছে সংক্রমণ, গোটা দেশের সঙ্গে রেল যোগাযোগ ছিন্ন করছে ঢাকা
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 8:20 PM

ঢাকা: গত কয়েক দিনে সংক্রমণে উদ্বেগ বেড়েছে বাংলাদেশে। তাই আজ, মঙ্গলবার রাত ১২টার পর থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে রাজধানী ঢাকার। ঢাকায় কোনও ট্রেন ঢুকবে না, বেরবেও হবে না। চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে চাঁদপুরের রুটে ট্রেন চলাচল করবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দেশের পশ্চিম দিকে যে ভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না বলে জানিয়েছেন তিনি।

রেলকে দুটি ভাগে ভাগ করে চালানো হবে, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণার কারণে আগে থেকেই ওই অঞ্চলে ট্রেন চলাচল কমে যায়। ঢাকার পথে কিছু ট্রেন চলাচল করছিল। নতুন সিদ্ধান্তের ফলে পশ্চিমাঞ্চলে আর কোনও ট্রেনই চলবে না আপাতত। অন্যদিকে পূর্বাঞ্চলেও তিনটি পথ বাদে বাকি সবই বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: এলাকার উন্নয়ন কোন কমিটিতে, ‘হিসাব’ করেই বিধানসভার কমিটি ‘বাছতে’ চান বিধায়ক জুন মালিয়া

এর আগে গতকাল সোমবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানীকে সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।