Bangladesh: দেশ বদলেছে! ভোট হলে মানুষ তাঁর পাশে থাকবে বলেই আশা প্রকাশ হাসিনার

Bangladesh: হাসিনার আশা, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ফের একবার আমাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবে। আর এই বিষয়ে কারণও দেখিয়েছেন হাসিনা।

Bangladesh: দেশ বদলেছে! ভোট হলে মানুষ তাঁর পাশে থাকবে বলেই আশা প্রকাশ হাসিনার
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 11:10 PM

বাংলাদেশ: তাঁর আমলেই বদলেছে দেশ! আর এহেন বদলে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর তা দেওয়াতে মানুষ তাঁদের পাশেই থাকবে বলে আশা প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। তাঁর মতে, আগামী নির্বাচনে মানুষ আওয়ামী লীগকেই (Awami League) ভোট দেবে। আজ মঙ্গলবার বাংলাদেশের (Bangadesh) গণভবনে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দেন হাসিনা। সেখানে আওয়ামী লীগের সমস্ত সভাপতিরাও উপস্থিত ছিলেন। সেখানেই এহেন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী হাসিনা। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

গণভবনে আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আর সেখানে হাসিনার আশা, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ফের একবার আমাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবে। আর এই বিষয়ে কারণও দেখিয়েছেন হাসিনা। তাঁর মতে, এই মুহূর্তে বাংলাদেশ বদলে গিয়েছে। আর তা করতে সক্ষম হয়েছেন তিনি। তা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে।’ আর সেই জনগণের উপর সেই আস্থা আছে বলেও আওয়ামী লীগের সমস্ত সভাপতিদের সামনে আশা প্রকাশ করেন তিনি।

এ দিন বাংলাদেশ প্রধানমন্ত্রীর বক্তব্যে করোনা পরিস্থিতির কথা উঠে আসে। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে তৈরি হওয়া সঙ্কটের মধ্যে দেশে অর্থনীতি স্থিতিশীল রেখেছি। আর তা করতে বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’ আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি’র বিষয়টিও সবার সামনে তুলে বঙ্গবন্ধু কন্যা। বলেন, ‘এই মুহূর্তে দেশের জিডিপি গ্রোথ ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। যা অবশ্যই একটি উন্নয়নশীল দেশের কাছে বড় দিক বলে মনে করেন অর্থনীতির বিশেষজ্ঞরা।

এ দিন তিনি একাধিক বিষয়ে কথা বলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা সবার সামনে তুলে ধরেন। তুলে ধরেন সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও। শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে।’ শুধু তাই নয়, তাঁর মতে, “কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, দেশের কেউ গৃহহীন থাকবে না, সবাই ঘর পাবে। শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসে গিয়েছে বলেও দাবি তাঁর। ফলে বাংলাদেশের মানুষ তাঁর পাশেই থাকবে বলে আশা প্রকাশ হাসিনার।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা