Muhammad Yunus-BNP: ‘রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ বানাবেন না’, চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপি, ইউনূসের খেল খতম?

Bangladesh Political Crisis: অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, বাংলাদেশের সংস্কার করা। কিন্তু সংস্কার কোথায়, ক্ষমতা নিয়েই আকচা-আকচিতে ব্যস্ত সরকার বনাম তাদের সমর্থকরা। নির্বাচন কবে হবে, এই প্রশ্নে ইউনূস সরকারকে ব্যতিব্যস্ত করে তুলছে বিএনপি।

Muhammad Yunus-BNP: 'রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ বানাবেন না', চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপি, ইউনূসের খেল খতম?
ইউনূস সরকারকে হুঁশিয়ারি বিএনপি নেতা মির্জা ফখরূলের।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 14, 2024 | 1:47 PM

ঢাকা: ৫ অগস্টের পর তৈরি হয়েছে ‘নতুন বাংলাদেশের’। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, বাংলাদেশের সংস্কার করা। কিন্তু সংস্কার কোথায়, ক্ষমতা নিয়েই আকচা-আকচিতে ব্যস্ত সরকার বনাম তাদের সমর্থকরা। নির্বাচন কবে হবে, এই প্রশ্নে ইউনূস সরকারকে ব্যতিব্যস্ত করে তুলছে বিএনপি। এবার অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বিএনপির মহাসচিবের।

অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার মাসখানেক পর থেকেই আক্রমণ শানাচ্ছে খালেদা জিয়ার দল। কখনও প্রত্যক্ষ, কখনও আবার পরোক্ষে। এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও ইউনূস সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না। তিনি বলেন, “একজন উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছেন। এর গভীরতা কতটা, উনি জানেন কি না জানি না। কিন্তু এটা মারাত্মক উক্তি। এই সরকারকে মানুষ, যাঁরা আন্দোলন করেছেন তাঁরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি। বিএনপির তরফ থেকে আমরা এই মূহুর্তেও আমরা সমর্থন করছি। কিন্তু উপদেষ্টা যদি এই কথা বলেন, তার তীব্র প্রতিবাদ করছি। এই উক্তি প্রত্যাহার করা উচিত।”

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি নেতা বলেন, “দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আমরা বারবার বলছি, এই সরকার ব্যর্থ হওয়া মানে, জনগণ ব্যর্থ হয়ে যাবে। আমার মনে হয়, তিনি এর গুরুত্ব বুঝতে পারেননি। তিনি যদি জেনেশুনে বলেন, তবে তীব্র প্রতিবাদ করছি। আমাদের প্রতিমূহুর্ত মেপে কথা বলা দরকার।”

আওয়ামি লীগের সঙ্গে টক্কর দিতে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে বলেন বিএনপি নেতা। মির্জা ফখরুল বলেন, “স্লোগান, কালি দিয়ে জিততে পারবে না। জিততে হলে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে। আওয়ামি লীগ অনেক বেশি সক্রিয় সোশ্যাল মিডিয়ায়।”

প্রসঙ্গত, আগে দেশ সংস্কার হোক, তারপরে ভোট, দাবি ইউনূসপন্থীদের। অন্যদিকে, অবিলম্বে ভোটের দাবি বিএনপি-জামাতের। রাজনৈতিক দলগুলোকে কার্যত তুলোধোনা করছেন ইউনূসের উপদেষ্টারা। পাল্টা জবাবে বিএনপি নেতাদের কথায়, উপদেষ্টারা অকর্মন্য। দেশে সংস্কার কোথায়? পুলিশ ঠিক হয়েছে? চালের দাম কমেছে? -এই ধরনের নানা প্রশ্ন তুলে ধরেছেন বিএনপি নেতারা।  উল্টোদিকে ইউনূস শিবিরের পাল্টা প্রশ্ন, “বিগত ৫৩ বছর কোথায় ছিলেন?”