AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bondi Beach Attack Video: ফল বিক্রেতা থেকে দেশের ‘হিরো’, দুটো গুলি খেয়েও একা হাতেই কাবু করলেন পাক-সন্ত্রাসবাদীকে!

Sydney Attack Update: হঠাৎ দুই বন্দুকবাজ উদয় হয় এবং উপস্থিত ইহুদিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাচ্চা-বুড়ো কাউকে বাদ দেয়নি ওরা। চোখের সামনে একের পর এক মানুষকে লুটিয়ে পড়তে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি আহমেদ আল আহমেদ। 

Bondi Beach Attack Video: ফল বিক্রেতা থেকে দেশের 'হিরো', দুটো গুলি খেয়েও একা হাতেই কাবু করলেন পাক-সন্ত্রাসবাদীকে!
দেখুন ফলবিক্রেতার সাহস। একাই কুপোকাত করলেন বন্দুকবাজকে।Image Credit: X
| Updated on: Dec 15, 2025 | 8:05 AM
Share

সিডনি: অস্ট্রেলিয়ার জন্য একটা অন্ধকার দিন। ইহুদিদের হানুকা উৎসব শুরু হচ্ছে, সেই উপলক্ষেই সিডনির বন্ডি বিচে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান, খাওয়া-দাওয়ার। আনন্দে মেতে যখন সবাই, সেই সময় হঠাৎ বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ১৫ জনের। এত কিছুর মাঝে একজন এখন সকলের হিরো। খালি হাতেই একা কুপোকাত করেছেন বন্দুকবাজকে। তার (হামলাকারী) বন্দুক তাঁর দিকেই তাক করে রুখে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। কে এই অকুতোভয় ব্যক্তি?

রবিবার দুপুরে বন্ডি বিচে আচমকাই হামলা চলে। হঠাৎ দুই বন্দুকবাজ উদয় হয় এবং উপস্থিত ইহুদিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাচ্চা-বুড়ো কাউকে বাদ দেয়নি ওরা। চোখের সামনে একের পর এক মানুষকে লুটিয়ে পড়তে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি আহমেদ আল আহমেদ।

হানুকা উৎসবে ফল বিক্রি করতে এসেছিলেন ৪৩ বছরের আহমেদ। পার্কিং লট দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পান বন্দুকবাজকে। কিছু না ভেবেই তিনি গাড়ির পিছন দিয়ে গুটি গুটি এগিয়ে যান এবং পিছন থেকে জাপ্টে ধরেন ওই বন্দুকবাজকে। এক ঝটকায় হাত থেকে কেড়ে নেন বন্দুক। ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যায় হামলাকারী। তাৎক্ষণিক বুদ্ধিতে তিনি ওই বন্দুকবাজের অস্ত্র তাঁর দিকেই তাক করেন, যাতে সে আর কিছু করতে না পারে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আহমেদের দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আহমেদের ১৫ সেকেন্ডের ওই ভিডিয়ো এখন ভাইরাল। সকলে তাঁকে সাধুবাদ জানাচ্ছে সাহসিকতা ও উপস্থিত বুদ্ধিমত্তার জন্য। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ-ও তাঁকে “হিরো” বলেছেন।