China Plane Crash Video: তীব্র গতিতে মাটিতে পড়ছে চাইনিজ বিমান, দুর্ঘটনার ভিডিয়ো অবাক করবে আপনাকে, দেখুন

TV9 Bangla Digital

| Edited By: অরিজিৎ দে

Updated on: Mar 21, 2022 | 11:21 PM

China Plane Crash: এয়ারলাইন পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত জানিয়েছেন, বিমানের এই তীব্র গতিতে অবতরণ যাকে 'নোজডাইভ' বলে, এক্ষেত্রেও গতি অস্বাভাবিক।

আজ মারাত্মক এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে চিন। দক্ষিণ চিনে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা (China Plane Crash) ঘটেছে। বোয়িং ৭৩৭ বিমানটি ১৩৪ জন যাত্রী নিয়ে বিমানটি কুনমিং শহর থেকে গুয়াংজুর দিকে যাচ্ছিল। সেই সময়ে আকাশপথে ঘটে বিপত্তি। কর্তৃপক্ষের আশঙ্কা যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে কোনও যাত্রীরই বেঁচে থাকার আশঙ্কা নেই। তবে বিভিন্ন ভিডিয়োতে যে তীব্রগতিতে বিমানটিকে নিচে পড়তে দেখা গিয়েছে, তা স্বাভাবিক নয় বলেই মনে করা হচ্ছে।

এয়ারলাইন পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত জানিয়েছেন, বিমানের এই তীব্র গতিতে অবতরণ যাকে ‘নোজডাইভ’ বলে। ক্যাপ্টেন দত্ত জানিয়েছেন, এই বিমানের ক্ষেত্রও যদি প্রযুক্তিগত ত্রুটি হয় সেক্ষেত্রেও এই তীব্র  গতি অস্বাভাবিক। কারণ সাধারণত কোন বিমানকে দ্রুত অবতরণ করানোর হলে ৩৫০০ ফুট/প্রতি মিনিট – ৪০০০ ফুট/ প্রতি মিনিট গতি বজায় রেখে অবতরণ করাতে হয়। তবে এক্ষেত্রে বিমানটি নিম্নমুখী অবস্থায় ২ মিনিট ১৫ সেকেন্ডে প্রায় ২০ হাজার ফুট অতিক্রম করছে। অর্থাৎ প্রতি মিনিটে বিমানটি ১০ হাজার ফুট নিচে নেমে এসেছে, যা অস্বাভাবিক। ক্যাপ্টেন দত্ত জানিয়েছেন, খুব সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে। তবে অন্তর্ঘাতের তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না তিনি। ভিডিয়োটি দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।

Published on: Mar 21, 2022 08:11 PM