E-Commerce Scam: নিউ মার্কেটে টি-শার্ট বিক্রি থেকে ৩ কোটির ফ্ল্যাট, দামি গাড়ি! হঠাৎ গ্রেফতার বিবিএ পাশ ২ যুবক
Bangladesh News: তারা ই-কমার্সের একটি ওয়েবসাইট চালু করেছিল। সাত মাসের মধ্যে ২৩-৩০ শতাংশ ছাড়ে মোটর সাইকেল ও অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য দেওয়ার কথা ঘোষণা করে গ্রাহকদের থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছিল বিবিএ পাশ করা ওই দুই যুবক।
ঢাকা: পড়াশুনো শেষ করে অনেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন। কঠোর পরিশ্রম করে সাফল্যের রাস্তা নিজেই তৈরি করেন। কিন্তু এমন অনেকেই আছেন যাঁরা সততার সঙ্গে নিজের উত্থানে কোনওভাবেই রাজি নন, কারণ সৎ পথে বড় হতে যে অনেকে বেশি সময় লাগে। এই দুই যুবকের অবস্থাও অনেকেটা এই রকম। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করেছিলেন বাংলাদেশের ইফতেখারুজ্জামান রনি ও মশিউর রহমান নামে দুই যুবক। কলেজে পড়াকালীনই তাদের মধ্যে আলাপ হয় এবং পরবর্তীকালে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়েছিল।
পড়াশুনো শেষ করে ওই দুই বন্ধু ব্যবসা করা সিদ্ধান্ত নিয়েছিল। টি-শার্ট তৈরির কারখানা থেকে ত্রুটিযুক্ত টি-শার্ট সংগ্রহ করে ঢাকার নিউ মার্কেটে বিক্রি করতে শুরু করেছিলেন। পরবর্তীকালে অনলাইনে ‘আকাশ নীল’ নাম নিয়ে শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবসা শুরু করেছিলেন। অন্যদের থেকে অনুপ্রাণিত হয়ে ই-কমার্সের ব্যবসাও শুরু করেছিল ওই যুবক। এই অবধি সব ঠিকই ছিল কিন্তু ই-কমার্সের এই ব্যবসা শুরু হওয়ার পর থেকেই ব্যবসায়ী থেকে তাঁরা রাতারাতি জালিয়াত হয়ে উঠল। কোটি কোটি টাকার ফ্ল্যাট, বিলাস বহুল গাড়ি হয়ে উঠেছিল রোজকার জীবনের অঙ্গ। মশিউর ৩ কোটি টাকা দিয়ে দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। বিলাসবহুল গাড়িও ব্যবহার করতেন। কিন্তু কোথা থেকে এল এত টাকা?
তারা ই-কমার্সের একটি ওয়েবসাইট চালু করেছিল। সাত মাসের মধ্যে ২৩-৩০ শতাংশ ছাড়ে মোটর সাইকেল ও অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য দেওয়ার কথা ঘোষণা করে গ্রাহকদের থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছিল বিবিএ পাশ করা ওই দুই যুবক। সব মিলিয়ে গ্রাহকদের থেকে মোট ৩২ কোটি টাকা তুলেছিল ওই দু’জন। হাতে এত বিপুল অঙ্কের টাকা চলে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বিলাববহুল জীবনযাপন। জলের মত টাকা খরচ করতে শুরু করেন তাঁরা। গত বছর নভেম্বর মাসে সংস্থার অফিস বন্ধ করে পালিয়ে যান ওই দু’জন। এর মাঝেই ঢাকার শেরেবাংলা নগর থানায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল ব়্যাব। রবিবার ওই দুই জালিয়াতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাদের জেরা করে জানতে পেরেছে, টাকা আত্মসাৎ করে দুবাই পালিয়ে যেতে চেয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন Ex Finance Minister Driving Uber: দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এখন উবের চালান! কেন এই হাল?