AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: সিন্ধু দিয়েই ভারতের বিন্দু বিন্দু প্রতিশোধ, কীভাবে জানুন

Pahalgam Attack: মঙ্গলে এমন 'অমঙ্গল' সাড়া ফেলেছে গোটা দেশজুড়ে। কাশ্মীর থেকে 'প্রাণ বাঁচিয়ে' পালিয়ে আসছেন বহু পর্যটক। সেদিনের ঘটনায় এখনও পর্যন্ত মোট প্রাণ গিয়েছে ২৮ জনের। যার মধ্যে ৩ জন আবার বাংলার। এই ঘটনার প্রথম প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে 'কূটনৈতিক-যুদ্ধ' ঘোষণা করে নয়াদিল্লি।

Explained: সিন্ধু দিয়েই ভারতের বিন্দু বিন্দু প্রতিশোধ, কীভাবে জানুন
প্রতীকী ছবিImage Credit: Tv9 Graphics
| Updated on: Apr 24, 2025 | 10:59 PM
Share

কলকাতা: যা গত ছয় দশকে হয়নি, এবার সেই বেনজির সিদ্ধান্তের সাক্ষী থাকল ভারত। বুধবার পহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাস হামলার পর ভারতের নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে আপাতত এমনটাই বলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার, তখন বেলা গড়িয়ে এসেছে। নিজের ছন্দে রয়েছে কাশ্মীর। গোটা ভারত ভূভাগে গরম পড়ায় কাশ্মীরে জড়ো হতে শুরু করেছেন ভ্রমণপিপাসু পর্যটকরা। সেদিন ভিড় জমেছিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাতেও। কিন্তু সেই ভিড় যে কিছু সময়ের মধ্য়ে মৃত্যুর স্তূপে পরিণত হবে, তা কেউই কল্পনা করতে পারেননি। ছদ্মবেশে চলে সন্ত্রাসবাদী হামলা। প্রথমে ধর্ম যাচাই, তারপর কলমা পরতে বলার নির্দেশ। আর না পারলেই খোয়াতে হবে প্রাণ। বেছে বেছে চলল হিন্দু নিধন। ছন্দে ফেরা কাশ্মীরে আবার কাটল তাল। চোখের সামনে স্পষ্ট হয়ে গেল রক্তের কালচে দাগগুলো। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন