AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarique Rahman: বাংলাদেশে ঢুকেই তারেক রহমান বলে দিলেন ‘আই হ্যাভ অ্য প্ল্যান’, কী সেই প্ল্যান?

Tarique Rahman-Bangladesh: বাংলাদেশের মাটিতে পা রেখে আবেগে ভেসেছিলেন তারেক রহমান। খালি পায়ে দাঁড়িয়েছিলেন মাটিতে। হাতেও তুলে নিয়েছিলেন দেশের মাটি। পরে যখন সংবর্ধনা মঞ্চে গেলেন, তখন নিজের বক্তব্য শুরু করলেন 'প্রিয় বাংলাদেশ' বলে। আর তারপরই উঠে এল প্ল্যানের কথা।

Tarique Rahman: বাংলাদেশে ঢুকেই তারেক রহমান বলে দিলেন 'আই হ্যাভ অ্য প্ল্যান', কী সেই প্ল্যান?
বাংলাদেশে তারেক রহমান।Image Credit: PTI
| Updated on: Dec 26, 2025 | 8:09 AM
Share

ঢাকা: চিকিৎসার কারণ দেখিয়ে সেই যে বাংলাদেশ ছেড়েছিলেন, ফিরলেন এত দিন পর। মাঝে কেটে গিয়েছে ১৭টা বছর। পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তবে বাংলাদেশে কিন্তু ঘুরতে আসেননি তারেক রহমান (Tarique Rahman)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রেখেই তা বুঝিয়ে দিলেন। বললেন, “ই হ্যাভ আ প্ল্যান“। কী এই প্ল্যান, তা নিয়েই বিস্তর জল্পনা, গুঞ্জন। 

বাংলাদেশের মাটিতে পা রেখে আবেগে ভেসেছিলেন তারেক রহমান। খালি পায়ে দাঁড়িয়েছিলেন মাটিতে। হাতেও তুলে নিয়েছিলেন দেশের মাটি। পরে যখন সংবর্ধনা মঞ্চে গেলেন, তখন নিজের বক্তব্য শুরু করলেন ‘প্রিয় বাংলাদেশ’ বলে। আর তারপরই উঠে এল প্ল্যানের কথা।

প্রথমে আই (I), তারপর উই (We)- বারবার বললেন প্ল্যানের কথা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, খালেদা জিয়া-পুত্র বলেন, “মার্টিন লুথার কিংয়ের নাম তো শুনেছেন না আপনারা? তাঁর একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, ফর পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।

দেশের মানুষের জন্য তাঁর প্ল্যান যাতে বাস্তবায়িত করা যায়, তার জন্য সকলের সহযোগিতাও চান তারেক। তবে ঠিক কী এই প্ল্যান, তা খোলসা করে বলেননি। শুধু বলেছেন তাঁর এই প্ল্যানে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এর জন্য সকলকে সহযোগিতা করতে হবে। 

নিজের প্ল্যান ফাঁস না করলেও, প্ল্যান যে কিছু আছে, তা স্পষ্ট। সেই কারণে মঞ্চ ছাড়ার আগেও ফের একবার মাইক নিয়ে বলেন, “মনে রাখবেন, উই হ্যাভ আ প্ল্যান। উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব।”

তারেক রহমানের কথায় উঠে এসেছে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির কথা, দেশের মানুষের নিরাপত্তার কথা।  কূটনৈতিক বিশ্লেষকরা তাঁর এই বক্তব্য থেকেই আভাস করতে পারছেন যে তাঁর প্ল্যান কী। আসন্ন নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে একাই সংখ্য়াগরিষ্ঠতায় সরকার গড়বে বিএনপি। একের পর এক আন্দোলন-হিংসায় বাংলাদেশের ভাবমূর্তি যে খারাপ হয়েছে, তা শোধরাতে চান তারেক রহমান। একইসঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গেও তিক্ত সম্পর্ককে আরও একবার মধুর সম্পর্কে পরিণত করার চেষ্টা করবেন তিনি। ইউনূস এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তারেক রহমান আরেক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। যেখানে থাকবে মানুষের কথা বলার অধিকার।

তবে প্রথম লক্ষ্য একটাই, বাংলাদেশে নির্বাচিত সরকার গঠন। দেশে যাতে আইন-শৃঙ্খলার পরিস্থিতি শোধরায়, তার জন্য শক্ত হাতে রাশ ধরা প্রয়োজন। সেই হাতই হতে চান তারেক রহমান। এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর শেখ হাসিনা ও আওয়ামী লিগ না থাকায়, সেই পথ বরং অনেকটাই সহজ হয়েছে।