AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: যৌনরোগে ভুগছেন ডোনাল্ড ট্রাম্প? হাতের তালু জুড়ে রহস্যময় দাগ…

Donald Trump syphilis: ১৭ জানুয়ারি অংশ নিতে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে এক মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের অন্যতম প্রার্থী। সেই সময়ই তাঁর হাতে দেখা যায় রহস্যময় কিছু লাল-লাল ফুসকুড়ির মতো দাগ।

Donald Trump: যৌনরোগে ভুগছেন ডোনাল্ড ট্রাম্প? হাতের তালু জুড়ে রহস্যময় দাগ...
ট্রাম্পের হাতে এগুলো কীসের দাগ?Image Credit: Twitter
| Updated on: Jan 19, 2024 | 10:48 AM
Share

ওয়াশিংটন: যৌনরোগ সিফিলিসে ভুগছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ১৭ জানুয়ারি অংশ নিতে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে এক মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের অন্যতম প্রার্থী। সেই সময়ই তাঁর হাতে দেখা যায় রহস্যময় কিছু লাল-লাল ফুসকুড়ির মতো দাগ। আর সেই ছবি থেকেই শুরু হয়েছে জল্পনা, ট্রাম্পের কি সিফিলিস হয়েছে? কেউ কেউ অবশ্য হাতে হার্পিস হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

এমনকি, আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপদেষ্টা জেমস কারভিলও ট্রাম্পের সিফিলিস হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। । তিনি বলেছেন, “আমার মনে হচ্ছে না ওঁর হাতে কেটে গিয়েছে বলে। দেখে মনে হচ্ছে ঘা-এর মতো। আমি বেশ কয়েকজন ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি এই বিষয়ে। তাঁরা অবিলম্বে এবং সর্বসম্মতভাবে জানিয়েছেন এই হাতের ঘাগুলি সেকেন্ডারি সিফিলিসের লক্ষণ।” আশ্চর্যজনকভাবে, ওই দিনই অন্যান্য সময়ে তোলা ছবিতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে কোনও ঘা বা ক্ষতচিহ্ন দেখা যায়নি।

তবে, এই নিয়ে হইচই শুরু হতেই, ট্রাম্প শিবির থেকে দাবি করা হয়েছে, পেপার-কাটারে হাত কেটে গিয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। দুর্ঘটনাবশত, তা থেকে রক্ত লেগে যায় তাঁর হাতের তালুতে। নিউ ইয়র্কের কোর্ট থেকে বেরিয়ে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন রিপাবলিকান প্রার্থী। সেই সময়ই তাঁর ওই লাল দাগওয়ালা ছবিটি ওঠে। নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাই হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের সহতকারী অধ্যাপক জোশুয়া জেইচনারের মতে, ট্রাম্পের হাতে সম্ভবত ফুসকুড়ি হয়েছে। যা বিভিন্ন কারণেই হতে পারে। ট্রাম্পের হাত খুব শুষ্ক হতে পারে। তিনি খুব গলফ খেলতে ভালবাসেন, তা থেকে তাঁর হাতে ফোস্কা পড়তে পারে। এমনকি হাতে লাইম জুসও পড়ে থাকতে পারে। ট্রাম্প নিজে অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।