Who is Nicolas Maduro: বাস চালক মাদুরো দেশ চালাতেই ‘বিপত্তি’! সস্ত্রীক ট্রাম্পের ‘বন্দি’ হওয়া এই প্রেসিডেন্টকে চেনেন?
Trump Captures Nicolas Maduro: ১৯৬২ সালে ২৩ নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম হয় মাদুরোর। একেবারে সাদামাটা পরিবার। বাবা নিকোলাস মাদুরো গার্সিয়া ছিলেন শ্রমিক নেতা। নিজ দেশে পড়াশোনা, পরিবার সূত্রে রাজনীতির দিকে ঝোঁক। তবে পেটের টানে ১৯৯০-এর দিকে বাস চালকের কাজও করেছেন তিনি। ১৯৯২ সালে তিনি আসেন লাইমলাইটে। ওই বছরে ভেনেজুয়েলায় সামরিক অভ্য়ুত্থানের চেষ্টা চালিয়ে কারাবন্দি হয়েছিলেন সেনাকর্তা হুগো শাভেজ়।

নয়াদিল্লি: বাবা ছিলেন শ্রমিক নেতা। সংঘর্ষের মধ্য়ে দিয়ে জীবনে উত্থান। অভিজ্ঞতা রয়েছে বাস চালানোর, অভিজ্ঞতা রয়েছে দেশ চালানোরও। কিন্তু সেই নেতাই এখন ‘ট্রাম্পের বন্দি’। রেহাই পায়নি তাঁর স্ত্রীও। শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার কারাকাসে হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনা। নিজের সমাজমাধ্যমেই তা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এমনকি, তাঁর স্ত্রীকেও রেহাই দেয়নি আমেরিকা ডেল্টা ফোর্স। দম্পতিকে ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে গিয়েছে তাঁরা। যা ঘিরে একেবারে নড়েচড়ে উঠেছে আন্তর্জাতিক মহল। কিন্তু এই মাদুরোর পরিচয় কী জানেন? কীভাবেই বা তাঁর সাফল্যে ভরা জীবন ‘বন্দি’ হল ট্রাম্পের হাতে?
১৯৬২ সালে ২৩ নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম হয় মাদুরোর। একেবারে সাদামাটা পরিবার। বাবা নিকোলাস মাদুরো গার্সিয়া ছিলেন শ্রমিক নেতা। নিজ দেশে পড়াশোনা, পরিবার সূত্রে রাজনীতির দিকে ঝোঁক। তবে পেটের টানে ১৯৯০-এর দিকে বাস চালকের কাজও করেছেন তিনি। ১৯৯২ সালে তিনি আসেন লাইমলাইটে। ওই বছরে ভেনেজুয়েলায় সামরিক অভ্য়ুত্থানের চেষ্টা চালিয়ে কারাবন্দি হয়েছিলেন সেনাকর্তা হুগো শাভেজ়। সেই সময় মাদুরোই তাঁর মুক্তির পক্ষে সওয়াল তুলেছিলেন। সেই সূত্রে ধরেই ভেনেজুয়েলায় বামপন্থী মুখ হয়ে ওঠেন তিনি।
উল্লেখ্য, সংসদীয় রাজনীতিতে মাদুরোর অভিষেক হয় ১৯৯৮ সালে। সেই হুগো শাভেজ়ের হাত ধরেই। ওই বছর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন শাভেজ়। তারপরই মন্ত্রিসভায় ধীরে ধীরে জায়গা করেন নেন মাদুরো। শাভেজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এতটাই ছিল যে ২০১৩ সালে শাভেজ়ের মৃত্য়ুর পর ভেনেজুয়েলার শাসনভার তাঁর কাঁধেই যায়। মৃত্যু শয্য়ায় মাদুরোকেই উত্তরাসূরি বলে ঘোষণা করে গিয়েছিলেন শাভেজ়।
এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, মাদুরো ক্ষমতায় বসার পরেই ভেঙে পড়ে ভেনেজুয়েলার আর্থিক ব্যবস্থা। ২০১৩ সালে বড় অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয় এই দেশ। যা বজায় রয়েছে এখনও। এমনকি, এই পর্বে হওয়া নির্বাচনগুলিতেও নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেছেন মাদুরো, অভিযোগ একাংশের। ২০২৪ সালের নির্বাচনে এই নিয়ে কার্যত হইচইও পড়ে গিয়েছিল। কিন্তু তারপরও মাদুরো থেকেছেন অনড়। বিরোধীরা অভিযোগ তুলেছেন ‘কারচুপির’। ২০২০ সালে ভেনেজুয়েলার এই প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই থেকেই শুরু মুখোমুখি সংঘর্ষের। আর দ্বিতীয়বার ক্ষমতায় এসে মাদুরোকেই ‘এক গোল’ দিয়ে দিলেন ট্রাম্প। তুলে নিয়ে গেলেন মাদুরোকে।
