প্রতি লিটার পেট্রোলে ৪০ টাকা বাঁচাতে চান? ভাইরাল ভিডিয়োয় টোটকা দিলেন এই যুবক!
মাত্র ৬৪ টাকায় প্রতি লিটার পেট্রল ভরতে চান গাড়িতে? ভাবছেন তো, সেটা কী করে সম্ভব?

প্রতি লিটার পেট্রোলের দামে ৪০ টাকা বাঁচাতে চান? মাত্র ৬৪ টাকায় প্রতি লিটার পেট্রল ভরতে চান গাড়িতে? ভাবছেন তো, সেটা কী করে সম্ভব? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সাধারণত পরামর্শ দেয়, গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন বন্ধ করে রাখুন, নিয়মিত সার্ভিস করান, তাহলে জ্বালানির সাশ্রয় হয়! কিন্তু তা বলে এক ধাক্কায় ৪০ টাকা? কে দিতে পারে এত টাকা ছাড়? এ দেশে কি সম্ভব?
কী করে মাত্র একটি গেটের ব্যবধানে পেট্রোলে লিটার পিছু ৪০ টাকার সাশ্রয় হতে পারে, সেটা বাতলে রীতিমত ভাইরাল এই যুবক। আরবাজ নামের ওই যুবক এক ভিডিয়োতে দেখাচ্ছেন, কীভাবে ভারত ও ভুটান সীমান্তে মাত্র একটি গেটের ব্যবধানে পেট্রোলের দু’রকম দাম। ভুটানে পেট্রোলের দাম প্রতি লিটারে ৬৪ টাকা, আর ভারতে ১০৫ টাকা। আরবাজ নামের ওই যুবক সম্প্রতি ভুটানে বেড়াতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন সীমান্তের দুপ্রান্তেই রয়েছে ভারত পেট্রোলিয়াামের পেট্রল পাম্প। ভারতের জয়গাঁও-তে পেট্রোলের দাম লিটার পিছু ১০৫ টাকা। অন্যদিকে নেপালের ফুন্টশিলিং-এ পেট্রোলের দাম মাত্র ৬৪ টাকা। জয়গাঁও ও ফুন্টশিলিং-কে আলাদা করেছে একটি মাত্র দেওয়াল। দুই দেশের মুদ্রার বাজারদরও প্রায় সমান। আরবাজ তাঁর ট্র্যাভেল ভিডিয়োতে বলছেন, যদি সত্যি ভারতেও পেট্রোলের দাম ৬৪ টাকাই হত, বা ভুটান থেকে পেট্রল ভরে ভারতে এসে গাড়ি চালানো যেত তাহলে কত টাকা সাশ্রয় হত বলুন তো!
ইতিমধ্যেই প্রায় ৬৩ লক্ষ বার এই ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে ইনস্টাগ্রামে। ইউজাররা প্রশ্ন তুলেছেন, ভুটান পেট্রল কেনে ভারতের কাছ থেকেই। তা সত্ত্বেও সেখানে পেট্রোলের দাম এতটা কম রাখা যায়। আর ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের আলাদা আলাদা ট্যাক্সের জন্য আম আদমিকে মূল্য চোকাতে হয়। কয়েকজন ইউজার ও লিখেছেন, মানুষ এখন আর পেট্রল-ডিজেলের দাম বাড়া নিয়ে প্রতিবাদ করতে ভুলে গেছে কারণ তাঁরা ধরেই নিয়েছেন এ দেশে থাকতে হলে জীবাশ্ম জ্বালানির জন্য মোটা টাকাই গুনতে হবে।
View this post on Instagram





