Mumbai Terror: বিষাক্ত ক্ষীর খেয়ে ICUয়ে ২৬/১১র ‘মাস্টার মাইন্ড’ হাফিজ সইদ

Mumbai Terror: মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিস সইদকে ২০০৮ সালে রাষ্ট্রপুঞ্জ 'আন্তর্জাতিক জঙ্গি' বলে ঘোষণা করে। ভারতীয় গোয়েন্দা থেকে ইন্টারপোল, সইদ পেতে সকলেই চেষ্টা করেছে। প্রথম থেকেই গুঞ্জন ছিল, পাকিস্তানে ঠাঁই পেয়েছেন তিনি।

Mumbai Terror: বিষাক্ত ক্ষীর খেয়ে ICUয়ে ২৬/১১র 'মাস্টার মাইন্ড' হাফিজ সইদ
হাফিজ সইদ।
Follow Us:
| Updated on: Apr 09, 2024 | 6:53 AM

ইসলামাবাদ: ক্ষীর খেয়ে বিষক্রিয়া। আর তার জেরেই হাসপাতালে ভর্তি হতে হল ২৬/১১ হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদকে। জানা গিয়েছে, পাকিস্তানে এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আইসিইউয়ে লড়াই চলছে তাঁর। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় কেউ তাঁর ক্ষীরে বিষ মিশিয়ে দেন। তার জেরেই এই চরম অবস্থা। তবে এই খবরের সত্যতা নিয়েও প্রশ্ন থাকছেই।

পাক সংবাদমাধ্যম বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে সইদকে হাসপাতালে রেখেছে পাক প্রশাসন। এদিকে এই খবর সামনে আসতেই মুহূর্তে নেটিজেনদের কাছে ট্রেন্ডিং হয়ে ওঠেন সইদ। নেটপাড়ায় নানা ধরনের মন্তব্য আসতে শুরু করে। নিঃসন্দেহে তার সিংহভাগ সইদ-বিরোধীই।

মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিস সইদকে ২০০৮ সালে রাষ্ট্রপুঞ্জ ‘আন্তর্জাতিক জঙ্গি’ বলে ঘোষণা করে। ভারতীয় গোয়েন্দা থেকে ইন্টারপোল, সইদ পেতে সকলেই চেষ্টা করেছে। প্রথম থেকেই গুঞ্জন ছিল, পাকিস্তানে ঠাঁই পেয়েছেন তিনি।

পরে রাষ্ট্রপুঞ্জও সেই জল্পনাকেই সিলমোহর দেয়। তারা জানায়, ২০২০ সাল থেকে পাকিস্তানে তিনি। পাকিস্তানের কাছে সইদের প্রত্যার্পণের দাবি করা হয়েছিল ভারত থেকে। ইসলামাবাদ রাজি হয়নি। আইনের প্রতিবন্ধকতাকে খাড়া করেছে ‘অজুহাত’ হিসাবে। সইদের আগে দাউদ ইব্রাহিমের নামেও খাদ্যে বিষক্রিয়ার খবর এসেছিল। খবর রটে, হাসপাতালে ভর্তি, অবস্থা খুবই খারাপ। পরে যদিও জানা যায়, এসব খবরের সত্যতা নেই।