Prince Harry: তাঁর হাতেই মৃত্যু হয়েছিল ২৫ জনের, ফাঁস করলেন প্রিন্স হ্যারি

Prince Harry: ১০ বছর ব্রিটেনের রয়্যাল আর্মির সদস্য ছিলেন প্রিন্স হ্যারি। ২০১৫ সালে তিনি পদত্যাগ করেন।

Prince Harry: তাঁর হাতেই মৃত্যু হয়েছিল ২৫ জনের, ফাঁস করলেন প্রিন্স হ্যারি
প্রিন্স হ্যারি (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 12:05 AM

লন্ডন: ব্রিটিশ রাজ পরিবার নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা হয়েছে অনেকে। আর সেই পরিবারের অন্যতম আলোচিত সদস্য প্রিন্স হ্যারি (Prince Harry), বছর কয়েক আগে যিনি রাজ পরিবার ত্যাগ করে স্ত্রীকে নিয়ে চলে যান। অভিনেত্রী মেগান মর্কেলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েও আলোচনা কম হয়নি। সেই হ্যারির লেখা স্মৃতিকথায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ‘স্পেয়ার’ নামে ওই স্মৃতিকথায় প্রিন্স হ্যারি জানিয়েছেন, ব্রিটিশ সেনা বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর হাতে আফগানিস্তানের মাটিতে ২৫ জনের মৃত্যু হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি। তবে তা নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই, তিনি গর্বও অনুভব করেন না।

ওই বই-এর একটি অংশ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে প্রিন্স হ্যারি বলছেন, সেনাবাহিনীতে তাঁকে শেখানো হয়েছিল, তালিবদের সাধারণ মানুষ হিসেবে গণ্য করা যাবে না। ওই যুদ্ধের ময়দানে অ্যাপাচে হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করেছিলেন বলে দাবি করেছেন হ্যারি। তিনি জানিয়েছেন, অ্যাপাচে আর ল্যাপটপের কল্যাণে কতজনকে মারা হচ্ছে, তা বুঝতে কোনও অসুবিধা হয় না। মোট ৬ টি অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। আর তাতে ২৫ জনের মৃত্যু হয়। তবে সেই সংখ্যা দেখে ভয় পাননি তিনি।

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ২০১২-১৩ সালে এয়ার কন্ট্রোলার হিসেবে কাজ করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, যে দিন থেকে তিনি সেনাবাহিনীতে কাজ করা শুরু করেছিলেন, সেদিন থেকেই তিনি ঠিক করেছিলেন, মনের মধ্যে কোনও অস্বস্তি রাখবেন না তিনি। যুদ্ধের ময়দানে পেশাদারের মতো কাজ করেছিলেন রাজ পরিবারের সন্তান।

‘স্পেয়ার’ নামে ওই বইটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি ঠিকই, তবে সম্প্রতি বইটির একটি স্প্যানিশ সংস্করণ ফাঁস হয়ে গিয়েছে। তারপরই প্রকাশ্যে এসেছে হ্যারির লেখা সে সব কাহিনী। প্রিন্স উইলিয়ামের সঙ্গে তাঁর বচসা, হাতাহাতি হয়েছিল বলেও ওই বইতে দাবি করেছেন তিনি। কলার ধরে টেনে, ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন হ্যারি।