এই প্রথম পাকিস্তানে পুলিশ আধিকারিকের পদে একজন হিন্দু! চিনে নিন এই তরুণ তুর্কি রাজেন্দ্রকে
Pakistan: রাজেন্দ্রর বাড়ি পাকিস্তানের সিন্ধ প্রদেশে। যে এলাকায় তিনি বড় হয়েছেন, অর্থনৈতিকভাবে সেই স্থান অত্য়ন্ত পিছিয়ে রয়েছে। চরম দ্রারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছেন রাজেন্দ্র। জানা গিয়েছে, তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ায় মেধাবী ছিলেন।
ইসলামাবাদ: ইচ্ছা থাকলে যে কোনও বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছনো যায়। আর এ যে নিছক কোনও কথার কথা নয়, তা আরও একবার প্রমাণিত হল। পাকিস্তানে বড় সাফল্য পেলেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা রাজেন্দ্র মেঘওয়ার নামে এক যুবক। রাজেন্দ্র পাকিস্তানের প্রথম কোনও হিন্দু অফিসার। তিনি যোগদান করেছেন পাকিস্তান পুলিশ সার্ভিসে (PSP)।
কে এই রাজেন্দ্র?
রাজেন্দ্রর বাড়ি পাকিস্তানের সিন্ধ প্রদেশে। যে এলাকায় তিনি বড় হয়েছেন, অর্থনৈতিকভাবে সেই স্থান অত্য়ন্ত পিছিয়ে রয়েছে। চরম দ্রারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছেন রাজেন্দ্র। জানা গিয়েছে, তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ায় মেধাবী ছিলেন। পুলিশ ফোর্সে যোগদানের জন্য সিভিস সার্ভিস পরীক্ষায় বসেন তিনি। এরপরই তৈরি হয় সেই রেকর্ড। পাকিস্তান পুলিশ ফোর্সে যোগদান করেন রাজেন্দ্র মেঘওয়ার। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম বড় শহর ফয়সালাবাদের গুলবার্গ এলাকায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে রয়েছেন। রাজেন্দ্র মনে করেন, তাঁর এই সাফল্য প্রাভাবিত করবে বাকি সকল সংখ্যালঘু হিন্দুদের। তাঁরাও সমস্ত প্রতিবন্ধকতা জয় করে এভাবেই সাফল্য কুড়োবেন।
উল্লেখ্য, মুসলিম প্রধান দেশ পাকিস্তান। জনসংখ্যার নীরিখে পৃথিবীর মধ্যে পঞ্চমতম বৃহত্তম দেশ এটি। ২০২৩ সমীক্ষার বিচারে সেখানে ২৪ কোটি জনসংখ্যার মধ্যে ২ শতাংশ রয়েছেন হিন্দু। আর সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে যেখাবে রাজেন্দ্র সাফল্য পেয়েছেন তা নিতান্তই প্রশংসনীয়। পঞ্জাব রাজ্যের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা পঞ্জাব পুলিশ প্রতিষ্ঠার পর থেকে ফয়সালাবাদে এই প্রথম পুলিশে যোগদান করলেন কোনও হিন্দু।