India-Bangladesh: ভারতে বসে ষড়যন্ত্র করছেন হাসিনা, মারাত্মক অভিযোগ ইউনূসের! নয়া দিল্লি বললল…
Sheikh Hasina in India: শেখ হাসিনার একাধিক সাক্ষাৎকারের পরই ঘুম উড়েছে বাংলাদেশের ইউনূস সরকারের। রবিবার তলব করা হয় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মাকে। বলা হয়, বাংলাদেশের শান্তি বিঘ্নিত করতে এবং আসন্ন জাতীয় নির্বাচনে অশান্তি তৈরি করার অসাধু উদ্দেশ্যে শেখ হাসিনা ক্রমাগত উসকানিমূলক মন্তব্য করছেন।

নয়া দিল্লি: ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ইউনূস সরকারের দাবি, ভারতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উসকানি দিচ্ছেন, বাংলাদেশে হিংসার পরিকল্পনা করছেন। এই বিবৃতি জারি করেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এবার কড়া জবাব দিল ভারত। কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিল, বাংলাদেশের জনগণ বন্ধুসম। তাদের স্বার্থের পরিপন্থী কোনও কাজের জন্য ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হয় না।
শেখ হাসিনার একাধিক সাক্ষাৎকারের পরই ঘুম উড়েছে বাংলাদেশের ইউনূস সরকারের। রবিবার তলব করা হয় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মাকে। বলা হয়, বাংলাদেশের শান্তি বিঘ্নিত করতে এবং আসন্ন জাতীয় নির্বাচনে অশান্তি তৈরি করার অসাধু উদ্দেশ্যে শেখ হাসিনা ক্রমাগত উসকানিমূলক মন্তব্য করছেন। ভারতের কাছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে, সেই কথাও মনে করিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূ নিজেও সোশ্য়াল মিডিয়ায় হাসিনাকে নিয়ে পোস্ট করেন। এই সব কিছুরই জবাব দিল ভারত সরকার। ইউনূস সরকারের যাবতীয় দাবি খারিজ করে দেওয়া হল।
ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত। বাংলাদেশের বন্ধুসম জনতার স্বার্থবিরোধী কোনও কাজে ভারতীয় ভূখণ্ডকে কখনও ব্যবহার করতে দেওয়া হয় না। অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করবে বলেই আশা করে ভারত।”
