Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taiwan Earthquake: পেন্ডুলামের মতো দুলছে ব্রিজ, মেট্রোয় যাত্রীরা বসে পড়লেন মাটিতে, ভূমিকম্প কতটা ভয়ঙ্কর, ভিডিয়োয় দেখুন

Taiwan Earthquake Video: সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তাইওয়ানের ভূমিকম্পের একাধিক ভিডিয়ো। কোথাও দেখা যাচ্ছে, গাড়ি-বাইক ভর্তি ব্রিজ থরথর করে কাঁপছে। আবার কোথাও দেখা যাচ্ছে, আস্ত একটা বহুতল হেলে পড়েছে। ভূমিকম্পের সময় যারা মেট্রোর ভিতরে ছিলেন, তারাও কম্পন অনুভব করেন।

Taiwan Earthquake: পেন্ডুলামের মতো দুলছে ব্রিজ, মেট্রোয় যাত্রীরা বসে পড়লেন মাটিতে, ভূমিকম্প কতটা ভয়ঙ্কর, ভিডিয়োয় দেখুন
ভূমিকম্প হওয়ার সময়ের দৃশ্য।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 03, 2024 | 8:06 AM

তাইপেই: ঘড়ির কাটায় তখন আটটা বাজে। অফিসে যাওয়ার জন্য় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন সবাই। ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ মনে হল, পায়ের নীচে মাটিটা যেন কাঁপছে। কী হচ্ছে বুঝে ওঠার আগেই দেখতে পেলেন, শুধু বাইক-গাড়ি নয়, পেন্ডুলামের মতো দুলছে আস্ত ব্রিজই। ভূমিকম্পের এমনটাই ভয়াবহতা দেখা গেল তাইওয়ানে।

বুধবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই। হুয়ালেন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস ছিল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা দেখিয়েছে ৭.৪।

ইতিমধ্যেই জারি করা হয়েছে সুনামির সতর্কতা।  দ্বীপরাষ্ট্রের পাশাপাশি পড়শি জাপান ও ফিলিপিন্সেও সুনামি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সমুদ্রের ভয়াবহ রূপ দেখা যাচ্ছে জাপানে। একতলা বাড়ি সমান ঢেউ উঠছে সেখানে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তাইওয়ানের ভূমিকম্পের একাধিক ভিডিয়ো। কোথাও দেখা যাচ্ছে, গাড়ি-বাইক ভর্তি ব্রিজ থরথর করে কাঁপছে। আবার কোথাও দেখা যাচ্ছে, আস্ত একটা বহুতল হেলে পড়েছে। ভূমিকম্পের সময় যারা মেট্রোর ভিতরে ছিলেন, তারাও কম্পন অনুভব করেন। এমনভাবে দুলতে শুরু করে মেট্রো যে যাত্রীরা কোনওক্রমে হাতল ধরে মাটিতে বসে পড়েন।

তাইওয়ান প্রশাসনের তরফে এখনও অবধি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি। তবে জোরাল ভূমিকম্পে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রাণহানির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।