চারপাশ থেকে রাজধানীতে প্রবেশ করছে তালিবান, কাবুলের পতন শুধু্‌ই সময়ের অপেক্ষা!

Kabul: আজ সকালেই জালালাবাদ দখল করে ফেলছে তালিবান। এবার কাবুলের পথে এগোচ্ছে জঙ্গিরা।

চারপাশ থেকে রাজধানীতে প্রবেশ করছে তালিবান, কাবুলের পতন শুধু্‌ই সময়ের অপেক্ষা!
সেনা-জঙ্গি লড়াইতে ধোঁয়ায় ঢেকেছে কাবুলের আকাশ (ছবি- পিটিআই)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 2:30 PM

কাবুল: ৯০ দিনের মধ্যে তালিবানি দখলে চলে যাবে আফগানিস্তানের রাজধানী কাবুল। এমনটাই আশঙ্কা করেছিল পেন্টাগন। কিন্তু ৯০ দিন তো দূরের কথা, সেই ভবিষ্যদ্বাণীর ৩-৪ দিনের মধ্যেই কাবুলে ঢুকে পড়ল তালিবান। আজ, রবিবার সকালেই খবর আসে জালালাবাদ চলে গিয়েছে তালিবানের দখলে। ঘুম ভেঙে শহরবাসী দেখে তালিবানি পতাকায় ঢেকে গিয়েছে শহর। আর তার কয়েক ঘণ্টা পরই সত্যি হল সেই আশঙ্কা। সংবাদসংস্থা সূত্রে খবর, আর দূরে নয়, চারপাশ থেকে তালিবানি জঙ্গিরা ঢুকে পড়ছে রাজধানী কাবুলে। কাবুলের পতন এখন হয়ত শুধুই সময়ের অপেক্ষা।

আফগান প্রেসিডেন্টের বাসভবনের হ্যান্ডেল থেকে একটি টুইটে জানানো হয়েছে যে, গোলাগুলির শব্দ কানে আসছে। তবে এখনও পর্যন্ত আফগান সরকারের হাতেই আছে রাজধানী শহর। তড়িঘড়ি দূতাবাসগুলিতে সব কাগজপত্র সরানোর কাজ চলছে। আমেরিকা তাঁদের কূতনীতিকদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। ওয়াজির আকবর খান জেলার বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে রওনা হবেন মাকিন নাগরিকেরা। তালিবানের তরফে জানানো হয়েছে যে তারা কোনও রক্তপাত না ঘটিয়েই কাবুলে ক্ষমতা কায়েম করতে চায়। তবে যুদ্ধবিরতি তারা ঘোষণা করেনি এখনও।

তালিবানের তরফে জানানো হয়েছে, কাবুল দখল করতে কারও কোনও ক্ষতি করা হবে না। তাদের দাবি, একজনও আফগানের ন্যুনতম আঘাত লাগুক, চায় না তালিবান। তিন আফগান আধিকারিকও কাবুলে তালিবানের উপস্থিতির কথা স্বীকার করেছেন।

মার্কিন আধিকারিকদের দ্রুত সরিয়ে আনতে ইতিমধ্যেই আরও বেশি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ৩ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৫ হাজার। আমেরিকানদের ফেরানোর সেই উদ্যোগে যদি তালিবান কোনও বাধা দেয়, তাহলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মার্কিন সেনাকে ওই মিশনে যদি বাধা পেতে হয়, তাহলে কড়া জবাব দেবে আমেরিকা।

গতকালই আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানি আফগানবাসীকে আশ্বাস দিয়েছিলেন। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে শহর দখল করে ফলেছে তালিবান। কার্যত তালিবানের সমুদ্রে দ্বীপের মতো বেঁচে ছিল কাবুল। এ বার সেটাও হাতছাড়া হওয়ার পথে। দেশবাসীকে গতকাল আসরাফ ঘানি বলেন, বিগত ২০ বছরে ফিরে পাওয়া গৌরব হারাতে দেবেন না তিনি। দেশের সেনাবাহিনীকে নিজেদের অবস্থানে ফেরানোই যে মূল লক্ষ্য, সে কথাও সাফ জানিয়েছেন ঘানি। আফগানবাসীকে আর মরতে দেবেন না, এমন কথাও বলেছেন। আরও পড়ুন: ‘আমি যুদ্ধ হতে দেব না, আফগানদের মরতে দেব না’, দেশবাসীকে বার্তা প্রেসিডেন্ট ঘানির

কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক