AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Longest Train: সাপের মতো দেখতে এটাই বিশ্বের দীর্ঘতম ট্রেন, একদিকে থেকে আর একদিকে হেঁটে যেতে কতক্ষণ লাগবে জানেন

Longest Train: ভারতীয় রেল ২০২২ সালের ১৫ অগস্ট দেশের দীর্ঘতম এবং সবচেয়ে ভারী ট্রেন চালিয়েছিল। পাঁচটি ইঞ্জিন লাগানো ছিল তাতে। সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ছিল এই ট্রেনটি।

Longest Train: সাপের মতো দেখতে এটাই বিশ্বের দীর্ঘতম ট্রেন, একদিকে থেকে আর একদিকে হেঁটে যেতে কতক্ষণ লাগবে জানেন
ফাইল ছবিImage Credit: twitter
| Updated on: May 17, 2024 | 7:49 PM
Share

অস্ট্রেলিয়ায় আছে এই বিশ্বের দীর্ঘতম ট্রেন। এই ট্রেনটি ২০০১ সালের জুন মাসে চালানো হয়েছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৪.৬ মাইল অর্থাৎ ৭.৩৫৩ কিলোমিটার। পৃথিবীর ইতিহাসে এটাই দীর্ঘতম ট্রেন। পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে BHP-র একটি নিজস্ব রেললাইন রয়েছে। যাকে মাউন্ট নিউম্যান রেলওয়ে বলা হয়। এই রেল নেটওয়ার্কটি লোহা আকরিক পরিবহনের জন্য তৈরি করা হয়েছে।

এই ট্রেনের দৈর্ঘ্য ৭.৩ কিলোমিটার। ট্রেনটিতে আছে ৬৮২টি ডিজেল ইঞ্জিন এবং এটিকে টানার জন্য আটটি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ডিজেল লোকোমোটিভ ইনস্টল করা হয়েছিল। এই ট্রেনটি পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়ান্ডি মাইন থেকে পোর্ট হেডল্যান্ড পর্যন্ত ২৭৫ কিলোমিটার পথ ১০ ঘন্টা ৪ মিনিটে অতিক্রম করেছে।

এই ট্রেনে ৮২০০০ টন লোহা আকরিক বোঝাই ছিল। এই ট্রেনটি এত লম্বা ছিল যে এতে ২৪টি আইফেল টাওয়ার বসতে পারে। কারণ আইফেল টাওয়ারের দৈর্ঘ্য ৩০০ মিটার। এই ট্রেনটির ওজন ছিল প্রায় এক লক্ষ টন।

ট্রেনে রয়েছে ২৭০টি কোচ রয়েছে। এর আগে দীর্ঘতম ট্রেনের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ১৯৯১ সালে সেখানে ৭১,৬০০ টন ওজনের একটি ট্রেন চালানো হয়েছিল। এই ট্রেনটি সাইশেন থেকে সালদানহার মধ্যে চলত এবং লোহা আকরিক বহন করত। এটিতে ছিল ৬৬০টি ওয়াগন ছিল এবং এর দৈর্ঘ্য ছিল ৭,২০০ মিটার।

ভারতীয় রেল ২০২২ সালের ১৫ অগস্ট দেশের দীর্ঘতম এবং সবচেয়ে ভারী ট্রেন চালিয়েছিল। পাঁচটি ইঞ্জিন লাগানো ছিল তাতে। সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ছিল এই ট্রেনটি।