AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: এ কী কাণ্ড, টেক অফ করতেই খুলে চলে গেল বিমানের চাকা! আত্মারাম খাঁচা যাত্রীদের

Emergency Landing: উনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান সান ফ্রান্সিসকো থেকে জাপানে যাচ্ছিল। সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে টেক-অফ করতেই হঠাৎ বিমানের একটি চাকা খুলে যায়। মাঝ আকাশ থেকেই তা আছড়ে পড়ে বিমানবন্দরের পার্কিং লটে। একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

VIDEO: এ কী কাণ্ড, টেক অফ করতেই খুলে চলে গেল বিমানের চাকা! আত্মারাম খাঁচা যাত্রীদের
খুলে পড়ে যাচ্ছে বিমানের চাকা।Image Credit: Twitter
| Updated on: Mar 08, 2024 | 1:27 PM
Share

সান ফ্রান্সিসকো: এ কী বিপত্তি। রানওয়ে থেকে বিমান টেক অফ করতেই খুলে পড়ল চাকা। অবতরণ কীভাবে করবে, এই চিন্তায় ঘুম উড়ল পাইলটের। তড়িঘড়ি ইমার্জেন্সি ল্যান্ডিং করা হল বিমানের। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বোয়িং ৭৭৭ জেটলাইনারে। রানওয়ে থেকে বিমান টেক অফ করতেই দেখা যায়, বিমানের চাকা খুলে পড়ে গেল। আকাশ থেকে চাকা ছিটকে এসে পড়ে বিমানবন্দরের পার্কিং লটে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

জানা গিয়েছে, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান সান ফ্রান্সিসকো থেকে জাপানে যাচ্ছিল। সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে টেক-অফ করতেই হঠাৎ বিমানের একটি চাকা খুলে যায়। মাঝ আকাশ থেকেই তা আছড়ে পড়ে বিমানবন্দরের পার্কিং লটে। একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইউনাইটেড এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, জাপানের ওসাকা-গামী বিমানে মোট ২৪৯ জন যাত্রী ছিলেন। দ্রুত বিমানটিকে অবতরণ করানোয়, তারা কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। তবে আগামী ১৯ দিন সমস্ত বোয়িং ৭৩৭ ম্য়াক্স বিমানের ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বোয়িং বিমানে একাধিক সমস্যা দেখা দিয়েছে সম্প্রতি। জানুয়ারি মাসেই পোর্টল্যান্ডগামী বিমানে দরজা উড়ে যায়। তবে বোয়িং বিমান এমনভাবেই ডিজাইন করা যে ৬টি চাকার মধ্যে একটিও যদি না থাকে, তবে অবতরণে কোনও সমস্যা হবে না।