AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: মুখোশ খুলে দিলেন মাস্ক, বিপদে পড়ল কারা?

এই প্রোফাইলগুলি শুধুমাত্র ট্রোল বা ব্যাঙ্গাত্মক পোস্ট ছড়ায় না, চড়া সুরে ভারত-বিরোধী প্রচার চালায় বলে অভিযোগ। এক্স-এর এই নতুন লোকেশন ফিচার আনার উদ্দেশ্য হিসাবে সংস্থার প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার বক্তব্য, 'স্প্যাম ছড়ানো বন্ধ করা, প্রোফাইলে আরও স্বচ্ছতা আনাই লক্ষ্য।' কিন্তু এখন ভুয়ো প্রোফাইলের পর্দাফাঁস শুরু হতেই বিতর্কের ঢেউ ছড়িয়েছে আমেরিকাতেও।

Explained: মুখোশ খুলে দিলেন মাস্ক, বিপদে পড়ল কারা?
| Edited By: | Updated on: Nov 27, 2025 | 3:35 PM
Share

ধনকুবের ইলন মাস্কের ‘এক্স’ এখন যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সাবেক টুইটার-এ এক নতুন ফিচার যুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে প্রবল বিতর্ক। এক্স-এ সম্প্রতি ব্যবহারকারীদের লোকেশন দেখা যাচ্ছে। ফলে আঁচ পাওয়া যাচ্ছে, কার অ্যাকাউন্ট কোথা থেকে পরিচালিত হচ্ছে। কবে থেকে অ্যাকাউন্ট-টি ব্যবহার করা হচ্ছে, কতবার ইউজার নেম বদলানো হয়েছে বা কোন ডিভাইস থেকে পরিচালিত হচ্ছে, সেটাও এখন এক্স-এ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই নতুন সুবিধা মিলতেই বিশ্বজুড়ে একের পর এক ‘ফেক’ প্রোফাইলের পর্দাফাঁস হতে শুরু করেছে। দেখা যাচ্ছে, ভারতীয় নাম-পরিচয়-পদবি নিয়ে এমন বহু অ্যাকাউন্ট চলছে- যেগুলি আসলে পাকিস্তান, বাংলাদেশ এমনকী তুরস্ক থেকেও পরিচালিত হচ্ছে বলে অভিযোগ। বিজেপি সরাসরি অভিযোগ তুলতে শুরু করেছে, বিদেশি শক্তি এক্স-কে ব্যবহার করে ভারত-বিরোধী প্রচার চালাচ্ছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন