তৃণমূল কর্মীকে গুলি, ভেঙে দেওয়া হল চোয়াল, উত্তপ্ত মাথাভাঙা

TV9 বাংলা ডিজিটাল: প্রথমে খুব কাছ থেকে গুলি করা হয় হাত ও পায়ে। তারপর ধারালো অস্ত্র দিয়ে ভেঙে দেওয়া হয় চোয়াল। এক তৃণমূল (TMC) কর্মীর ওপর হামলার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় (Mathabhanga)। ঘটনায় আঙুল উঠেছে বিজেপির (BJP) দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মাথাভাঙা থানার হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের বালাসি গ্রামের ঘটনা। […]

তৃণমূল কর্মীকে গুলি, ভেঙে দেওয়া হল চোয়াল, উত্তপ্ত মাথাভাঙা
তৃণমূল কর্মীকে গুলি, ভেঙে দেওয়া হল চোয়াল, উত্তপ্ত মাথাভাঙা
Follow Us:
| Updated on: Nov 22, 2020 | 11:58 AM

TV9 বাংলা ডিজিটাল: প্রথমে খুব কাছ থেকে গুলি করা হয় হাত ও পায়ে। তারপর ধারালো অস্ত্র দিয়ে ভেঙে দেওয়া হয় চোয়াল। এক তৃণমূল (TMC) কর্মীর ওপর হামলার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় (Mathabhanga)। ঘটনায় আঙুল উঠেছে বিজেপির (BJP) দিকে।

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মাথাভাঙা থানার হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের বালাসি গ্রামের ঘটনা। আব্দুল জলিল মিঞা নামে আহত ওই তৃণমূল কর্মী কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সূত্রপাত মূলত শনিবার রাতে। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বালাসি গ্রামের পঞ্চায়েত সদস্য খাদিজা খাতুনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এই খবর পেয়ে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান আব্দুল জলিল মিঞা। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হাতে ও পায়ে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মেরে চোয়াল ভেঙে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন: স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে ‘যৌন নিগ্রহ’! স্তম্ভিত বানারহাট

অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, “এই ঘটনার সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ধরনের ঘটনা ঘটছে।”