বাড়ি না দেওয়ায় তরুণীকে রাস্তায় ফেলে ‘মার’, অভিযুক্ত প্রোমোটারের পরিচয় ‘তৃণমূল নেতা’

TV9 বাংলা ডিজিটাল: প্রোমোটারকে (Promoter) জমি দিতে রাজি হননি তরুণী। এর জেরে রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উল্লেখযোগ্যভাবে, অভিযুক্ত যুবক প্রোমোটার নিজেকে তৃণমূল নেতা হিসাবে পরিচয় দিয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah)পঞ্চাননতলা রোড এলাকায়। ওই তরুণীর অভিযোগ, যে বাড়িটি প্রোমোটার দখল করতে চাইছেন, সেটি আসলে তাঁর মাসির। কিন্তু তিনি […]

বাড়ি না দেওয়ায় তরুণীকে রাস্তায় ফেলে 'মার', অভিযুক্ত প্রোমোটারের পরিচয় 'তৃণমূল নেতা'
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Nov 22, 2020 | 10:31 AM

TV9 বাংলা ডিজিটাল: প্রোমোটারকে (Promoter) জমি দিতে রাজি হননি তরুণী। এর জেরে রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উল্লেখযোগ্যভাবে, অভিযুক্ত যুবক প্রোমোটার নিজেকে তৃণমূল নেতা হিসাবে পরিচয় দিয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah)পঞ্চাননতলা রোড এলাকায়।

ওই তরুণীর অভিযোগ, যে বাড়িটি প্রোমোটার দখল করতে চাইছেন, সেটি আসলে তাঁর মাসির। কিন্তু তিনি ও তাঁর মাসি বাড়িটি প্রোমোটিংয়ের জন্য দিতে রাজি হননি। তারপর থেকেই তাঁদের ওপর চাপ বাড়তে থাকে প্রোমোটার। অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার তাঁদের হুমকি দেওয়া হয়।

শনিবার বিকাশ নামে স্থানীয় এক যুবক এলাকারই এক প্রোমোটারের হয়ে বাড়ি দখলের কাজ শুরু করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর কয়েকজন মহিলা সঙ্গী নিয়ে ওই তরুণীর ওপর হামলা চালান। তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয়।

আরও পড়ুন: বিছানার ওপর অচৈতণ্য যুবক-যুবতী, হাওড়ার হোটেলে চাঞ্চল্য হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অভিযুক্ত বিকাশ নিজেকে সংবাদমাধ্যমের কাছে হাওড়ার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কার্যকরী সভাপতি হিসাবে পরিচয় দিয়েছেন এবং তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন। তবে বিকাশের পদ স্বীকার করেননি হাওড়ার তৃণমূল চেয়ারম্যান অরূপ রায়।