বিছানার ওপর অচৈতণ্য যুবক-যুবতী, হাওড়ার হোটেলে চাঞ্চল্য
TV9 বাংলা ডিজিটাল: হোটেলের বন্ধ ঘর থেকে যুবক-যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার (Howrah) গোলাবাড়িতে। হোটেলের রেজিস্ট্রার সূত্রে জানা গিয়েছে, এই দুই আবাসিক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সরস্বতী মাইতি ও প্রীতম প্রামাণিক নামে ওই যুবক যুবতী নিজেদের দম্পতি পরিচয় দিয়ে শুক্রবার সকালে ওই হোটেলে ওঠেন। শনিবার বেলা পর্যন্ত হোটেল রুম পরিস্কার […]
TV9 বাংলা ডিজিটাল: হোটেলের বন্ধ ঘর থেকে যুবক-যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার (Howrah) গোলাবাড়িতে।
হোটেলের রেজিস্ট্রার সূত্রে জানা গিয়েছে, এই দুই আবাসিক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সরস্বতী মাইতি ও প্রীতম প্রামাণিক নামে ওই যুবক যুবতী নিজেদের দম্পতি পরিচয় দিয়ে শুক্রবার সকালে ওই হোটেলে ওঠেন। শনিবার বেলা পর্যন্ত হোটেল রুম পরিস্কার করার জন্য আসা কর্মীর ডাকে সাড়া দেননি তাঁরা। এরপরই সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। তাঁরা পুলিসে খবর দেন।
আরও পড়ুন: তদন্তের মাঝেই ফের বিস্ফোরণ সুজাপুরের প্লাস্টিক কারখানায়!
পুলিস গিয়ে হোটেলের ১০১ নম্বর রুমের দরজা খুলে তাঁদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে পুলিস মনে করছে, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই যুবক যুবতী। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাঁরা আদৌ দম্পতি নাকি তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল সূত্রে জানা গিয়েছে, তাঁরা কোনও খাবারের অর্ডার দেননি। ওই যুবক যুবতী বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিত্সাধীন। তাঁদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবে পুলিস। আপাতত হোটল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।