AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শতাব্দী প্রাচীন গাছ পড়ে ভেঙে পড়ল দোকানের একাংশ, পথ অবরোধ বিক্ষুব্ধ জনতার

উপপ্রধান জুবের আলম জানান, ব্যস্ত সময়ে গাছটি ভেঙে পড়লে বড় বিপদ ঘটতে পারত। গোটা এলাকার বিদ্যুৎবিচ্ছিন্ন করে গাছের সমস্ত শুকনো ডাল কেটে ফেলা হবে। কথা মতোই রাত অবধি গাছ কাটার কাজ চলে।

শতাব্দী প্রাচীন গাছ পড়ে ভেঙে পড়ল দোকানের একাংশ, পথ অবরোধ বিক্ষুব্ধ জনতার
ভেঙে পড়া গাছের অংশ। ছবি সংগৃহীত।
| Updated on: Nov 27, 2020 | 2:59 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: হাওড়ার (Howrah) উলুবেড়িয়া(Uluberia)-র কেঠুয়াপুল স্টপেজে একটি দোকানের উপর খিরিশ গাছের ডাল (Branches) ভেঙে পড়ায় উত্তেজনার সৃষ্টি হল এলাকায়।

রাজাপুর থানার অন্তর্গত বাউড়িয়া-ডোমজুড় রোডের পাশে অবস্থিত কেঠুয়াপুল স্টপেজে শুকনো খিরিশ গাছটি শতাব্দী প্রাচীন। শনিবার ভোরে ওই গাছের একটি বড় ডাল দোকানের উপর ভেঙে পড়ে, বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ওই দোকান। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই গাছ কাটার দাবিতে পথ অবরোধ (Road Block) করেন। ব্যপক যানজটের সৃষ্টি হয় বাউড়িয়া-ডোমজুড়ের রাস্তায়। পরে পুলিস এসে পরিস্থিতির সামাল দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের কাছে গাছটি কেটে ফেলার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু কোনও পদক্ষেপই করা হয়নি। গতকাল ভোরে গাছের ডাল ভেঙে পড়ায় উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। গাছ কাটার দাবিতে রাস্তায় কাঠের গুড়ি ফেলে পথ অবরোধ করেন, বিভিন্ন পোস্টারও লাগানো হয় রাস্তা জুড়ে। অবরোধ্র খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথি দোলুই, উপপ্রধান জুবের আলম। পরিস্থিতি সামাল দিতে আসে রাজাপুর ও বাউড়িয়া থানার পুলিস।

উপপ্রধান জুবের আলম জানান, ব্যস্ত সময়ে গাছটি ভেঙে পড়লে বড় বিপদ ঘটতে পারত। গোটা এলাকার বিদ্যুৎবিচ্ছিন্ন করে গাছের সমস্ত শুকনো ডাল কেটে ফেলা হবে। কথা মতোই রাত অবধি গাছ কাটার কাজ চলে।

আরও পড়ুন: কাটা ধান ভেসে গেল ডিভিসির জলে, দাঁড়িয়ে দেখল কাটোয়ার চাষিরা