AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Matua: মোদীর সভার পর কী বলছেন মতুয়ারা?

Matua: মোদীর সভার পর কী বলছেন মতুয়ারা?

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Dec 20, 2025 | 9:47 PM

Share

PM Narendra Modi: সভা থেকে মোদী বললেন, 'বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি। ২০ বছর পরেও আগের থেকে বেশি আসন পেয়েছে। এখন পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ চলছে, তার থেকে মুক্তি দিতে হবে।' এদিকে মতুয়াগড়ে মোদীর সভার দিকে নজর ছিল রাজনৈতিক মহলে। কিন্তু সভার পরে দ্বিধাবিভক্ত মতুয়ারা।

কলকাতা: ভোটমুখী বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। যদিও ঘন কুয়াশার জেরে মাটিতে নামতেই পারল প্রধানমন্ত্রীর কপ্টার। ফিরে গেলেন মোদী। দিলেন অডিয়ো বার্তা। বললেন, ‘বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি। ২০ বছর পরেও আগের থেকে বেশি আসন পেয়েছে। এখন পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ চলছে, তার থেকে মুক্তি দিতে হবে।’ এদিকে মতুয়াগড়ে মোদীর সভার দিকে নজর ছিল রাজনৈতিক মহলে। কিন্তু সভার পরে দ্বিধাবিভক্ত মতুয়ারা। তাহেরপুরে মোদীর অডিয়ো বার্তার পর আশ্বস্ত মতুয়াদের একটি অংশ, বিজেপির আশ্বাসের পরেও হতাশ মতুয়াদের অপর অংশ।