AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arup Biswas: যুবভারতীকাণ্ডের পর নিজের এলাকায় প্রথম প্রকাশ্যে অরূপ, হাজার প্রশ্নের মাঝে একটাই উত্তর, ‘কোনও বাইট নয়’

Yuvabharati Incident: যুবভারতী কাণ্ডে চলছে জোড়া তদন্ত। ঘটনার পরই হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি তৈরির ঘোষণা করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশও তৈরি করেছে সিট। এরইমধ্যে আবার কয়েকদিন আগে মমতাকে চিঠি লিখে তদন্ত চলাকালীন ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন অরূপ।

Arup Biswas: যুবভারতীকাণ্ডের পর নিজের এলাকায় প্রথম প্রকাশ্যে অরূপ, হাজার প্রশ্নের মাঝে একটাই উত্তর, ‘কোনও বাইট নয়’
ফের প্রকাশ্যে অরূপImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 20, 2025 | 9:04 PM
Share

কলকাতা: যুবভারতীর ঘটনার পর নিজের বিধানসভা এলাকায় প্রথম প্রকাশ্যে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। এদিন ঋষি অরবিন্দের মূর্তি উন্মোচন ও ঋষি অরবিন্দ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন অরূপ। ঋষি অরবিন্দের মূর্তি উন্মোচনের পর ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনও করেন। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানেও। তবে এদিন অবশ্য সাংবাদমাধ্যমের সামনে যুবভারতী কাণ্ড নিয়ে একটা কথাও খরচ করলেন না। পাশাপাশি নিজের বিধায়ক তহবিলের টাকায় তৈরি হওয়া মূর্তি উন্মোচনের অনুষ্ঠান নিয়েও মুখ খুললেন না। সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি শুধু বললেন, ‘কোনও বাইট নয়’।

ইতিমধ্যেই যুবভারতী কাণ্ডে চলছে জোড়া তদন্ত। ঘটনার পরই হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি তৈরির ঘোষণা করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশও তৈরি করেছে সিট। এরইমধ্যে আবার কয়েকদিন আগে মমতাকে চিঠি লিখে তদন্ত চলাকালীন ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন অরূপ। তা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোর হয়। তারমধ্যে আবার পুলিশের উপর তলার একঝাঁক মুখের কাছে গিয়েছে শোকজ নোটিস। 

এদিকে এবার জেল  হেফাজতে রয়েছে কলকাতায় মেসি আগমনের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। দিন যত যাচ্ছ ততই বাড়ছে চাপ। ইতিমধ্যেই তাঁর রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছেন সিটের তদন্তকারীরা। সেখান থেকে বেশ কিছু অ্যাকাউন্টের খোঁজ মেলে। সূত্রের খবর, বাজেয়াপ্ত করা হয়েছে ২২ কোটি টাকা। পাশাপাশি আবার ওইদিনের টিকিট বিক্রির টাকা যাতে কোনওভাবে শতদ্রুর অ্যাকাউন্টে না আসে তাও নিশ্চিত করেছ পুলিশ।