AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malbazar: মাত্র তিন দিন আগে নিয়েছিল ভাড়া! তারমধ্যেই একই ঘর উদ্ধার দুই ভাড়াটিয়া যুবকের ঝুলন্ত দেহ

Malbazar Case: খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে খবর যে সঞ্জীব চলতি মাসের গত ১৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন ফালাকাটা থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। তারপর তাঁর মোবাইলের লোকেশন দেখে খোঁজও শুরু করেছিল পুলিশ।

Malbazar: মাত্র তিন দিন আগে নিয়েছিল ভাড়া! তারমধ্যেই একই ঘর উদ্ধার দুই ভাড়াটিয়া যুবকের ঝুলন্ত দেহ
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 20, 2025 | 8:22 PM
Share

মালবাজার: ভাড়া থাকতেন একই বাড়িতে। একজনের বাড়ি আলিপুরদুয়ারে, অন্যজনের জলপাইগুড়িতে। একজনের বয়স ২০, অন্যজনের ২১। সেই দুই যুবকেরই একইসঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালবাজারে। মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বয়ের বস্তি এলাকায় জয় প্রকাশ পন্ডিতের বাড়িতে ভাড়া থাকতেন দু’জনেই। তাঁদের মৃত্যু ঘিরেই ঘনাচ্ছে রহস্য। এদিন ভাড়া বাড়িতেই একটি ছোট ঘরের সিলিং ফ্যান থেকে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। একজনের নাম সঞ্জীব বর্মন (২০)। অন্যজনের অনুপ রায় (২১)। 

সঞ্জীবের বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার ছোট শালকুমার গ্রামে। অনুপের বাড়ি মেটেলি থানার ধুপঝোরা গ্রামে। আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা ভাবাচ্ছে এলাকার লোকজনকে। স্থানীয় সূত্রে খবর, এই বাড়িতে যে তাঁরা দীর্ঘদিন থেকে ভাড়ায় রয়েছেন এমনটাও নয়। মাত্র তিনদিন আগে এসেছিলেন। তারমধ্যেই এ ঘটনায় আরও বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। যুবকদের পরিচয় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মনে। হতবাক বাড়ির মালিকও। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে খবর যে সঞ্জীব চলতি মাসের গত ১৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন ফালাকাটা থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। তারপর তাঁর মোবাইলের লোকেশন দেখে খোঁজও শুরু করেছিল পুলিশ। তাতেই জানা যায় তিনি মালবাজার এলাকায় রয়েছেন। এরইমধ্যে এ ঘটনা সামনে আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। মালবাজার মহাকুমার এসডিপিও রসোন প্রদীপ দেশমুখ জানান জোরকদমেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।