AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal-India News Today Live: আজ মহাকাল মন্দিরের শিলান্যাস মমতার, কটাক্ষ দিলীপের

| Updated on: Jan 16, 2026 | 10:47 AM
Share

Breaking News in Bengali Live Updates: মুর্শিদাবাদে জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ। আবার এসি ট্রেন বামনগাছিতে না দাঁড়ানোর বিক্ষোভ যাত্রীদের। সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভের ছবি। এদিন আবার মেদিনীপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। আর প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal-India News Today Live: আজ মহাকাল মন্দিরের শিলান্যাস মমতার, কটাক্ষ দিলীপের
শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 16 Jan 2026 10:43 AM (IST)

    Beldanga protest: ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, উত্তেজনা বেলডাঙায়

    Beldanga Protest

    • ঝাড়খণ্ডে মৃত্যু হয় মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের দেহ শুক্রবার সকালে বেলডাঙায় ফিরতেই বেলডাঙা থানা এলাকার মহেশপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুর সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন
    • বেলডাঙা সুজাপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরি করতেন। আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডে। অভিযোগ, আলাউদ্দিনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতদেহ গ্রামে ফিরতেই উত্তেজনা ছড়ায়।
    • বেলডাঙায় পথ ও রেল অবরোধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হোক।
  • 16 Jan 2026 10:36 AM (IST)

    Dilip Ghosh: ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, কেউ কেউ আবার মন্দিরে উঠছে: দিলীপ

    Dilip Ghosh

    • মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
    • দিলীপ ঘোষ বলেন, “সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি না হয়, তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা পড়ে। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল। তিন চার কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হল। কই এখানে তো মন্দির হল না। আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করেন, তাহলে সব বাধা কাটে। এখানে উল্টো হচ্ছে। রাম মন্দির তৈরি করতে বিজেপি নৈতিকভাবে সাহায্য করেছে। সাধারণ মানুষ চাঁদা দিয়েছেন। তাঁরা ও সাধু-সন্তরা মন্দির তৈরি করেছেন।”
    • নাম না করে তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ বলেন, “আজ পরিস্থিতির কারণে তাদের মন্দিরে যেতে হচ্ছে। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়াল নাকি গাছে ওঠে। কেউ কেউ আবার মন্দিরে উঠছে গিয়ে।”
  • 16 Jan 2026 10:18 AM (IST)

    Mamata Banerjee: আজ মহাকাল মন্দিরের শিলান্যাস, সভাও করবেন মমতা

    Mahakal Temple

    • আজ (শুক্রবার) শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের পাশাপাশি সভাও করবেন তিনি।
    • এদিন শিলান্যাস স্থলের পাশেই সভা করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শিলিগুড়ি এসে এই শিলান্যাস সেরে উত্তরকন্যায় থাকবেন তিনি। পরদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সূচনায় হাজির থাকার কথা মমতার।
    • বড় হোর্ডিং, ফ্লেক্সে ছেয়ে গিয়েছে এলাকা। কেমন হবে এই মহাকাল মন্দির, তার ছবি-সহ ফ্লেক্স, ফেস্টুন লাগানো হয়েছে শহর শিলিগুড়িতে।
    • যে এলাকায় এই সভা ও শিলান্যাস হবে, সেই এলাকা শিলিগুড়ি ও মাটিগাড়া এই দুই বিধানসভার মাঝামাঝি অবস্থিত। দুটি বিধানসভাই বিজেপির দখলে। সেখানে কি প্রভাব ফেলবে মমতার মন্দির রাজনীতি?

কলকাতা: নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা তত বাড়ছে বাংলায়। প্রতিদিন রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা পরস্পরকে তোপ দেগে চলেছেন। আবার এসআইআর প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক তরজা বাড়ছে। শুক্রবার মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাও করবেন তিনি। এদিন মেদিনীপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবর পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

Published On - Jan 16,2026 10:10 AM