AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayapur: মায়াপুরে রুম বুকিং করতে গেলেই বড় বিপদে পড়তে হচ্ছে, ফাঁদে পা দিচ্ছেন না তো?

ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং চ্যানেল তৈরি করেছে, যেখানে মায়াপুরের পরিচিত গেস্ট হাউসগুলির ঘর দেওয়া হবে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। www.prabhupadvillage.com- এমনই একটি ওয়েবসাইট।

Mayapur: মায়াপুরে রুম বুকিং করতে গেলেই বড় বিপদে পড়তে হচ্ছে, ফাঁদে পা দিচ্ছেন না তো?
| Edited By: | Updated on: Jan 16, 2026 | 10:29 AM
Share

কলকাতা: কলকাতার অদূরে মায়াপুর তীর্থযাত্রীদের অন্যতম গন্তব্য। নদিয়ার মায়াপুরে কৃষ্ণভক্তদের আনাগোনা লেগে থাকে সারা বছরই। বিভিন্ন উৎসবে বাড়ে ভিড়। সেই মায়াপুরেই প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। রুম বুক করতে গিয়ে প্রতারিত হচ্ছেন ভক্ত ও পর্যটকরা। এই অভিযোগেই এফআইআর দায়ের করেছে ‘ইসকন’। কীভাবে বুকিং করলে প্রতারণার মুখে পড়তে হবে না, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে ইসকনের তরফে।

শুধু বাংলার মানুষ নয়, মায়াপুরে দেশ ও বিদেশ থেকে বহু ভক্ত ও পর্যটক যান। সম্প্রতি প্রতারণার শিকার হয়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে। পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং চ্যানেল তৈরি করেছে, যেখানে মায়াপুরের পরিচিত গেস্ট হাউসগুলির ঘর দেওয়া হবে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। www.prabhupadvillage.com- এমনই একটি ওয়েবসাইট। এরকম আরও একাধিক ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে। এমনকী বিশেষ সুবিধা বা ছাড় দেওয়ার প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

ইসকন স্পষ্টভাবে জানিয়েছে যে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল- https://www.visitmayapur.com/। এছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে করা বুকিং অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রাধারমণ দাস জানিয়েছেন, বয়স্ক বাবা-মা ও শিশুদের নিয়ে মানুষ নিশ্চিত বুকিংয়ের আশা করে যান, আর গিয়ে জানতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। বহু ক্ষেত্রে পুরো টাকাটাই খোয়া যায় বলেও অভিযোগ। বিষয়টি সর্বোচ্চস্তরে জানানো হয়েছে বলে জানান তিনি।