Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astro Tips: প্রতিদিন রাস্তার কুকুরকে খেতে দেন? ভাল না খারাপ জানেন?

Astro Tips: প্রতিদিন কুকুরকে খেতে দিলে কী হয় জানেন? জ্যোতিষশাস্ত্রে এর ফলে কোন প্রভাবের কথা উল্লেখ করা আছে বলুন তো?

Astro Tips: প্রতিদিন রাস্তার কুকুরকে খেতে দেন? ভাল না খারাপ জানেন?
Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jan 10, 2025 | 3:17 PM

নিজের বাড়িতে কুকুর থাকুক আর নাই থাকুক রাস্তা ঘাটে চলতে ফিরতে কোনও কুকুর কাছে এসে দাঁড়ালে তাকে বিস্কুট বা অন্য কোনও খাবার কিনে দেয় অনেকেই। এমনকি যাঁরা কুকুরকে ভয় পানম তাঁরাও রাস্তায় কুকুর লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকলে তাঁকে হয়তো কিছু কিনে খেতে দেন। কিন্তু প্রতিদিন কুকুরকে খেতে দিলে কী হয় জানেন? জ্যোতিষশাস্ত্রে এর ফলে কোন প্রভাবের কথা উল্লেখ করা আছে বলুন তো?

জ্যোতিষশাস্ত্র মতে কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনি বা রাহু-কেতু দোষ থাকলে, তা প্রতিকার করা উচিত। না হলে নানা সমস্যা হতে পারে। অর্থজনিত সমস্যা, সম্পর্কে বাঁধা এমনকি সম্মানহানি ঘটতে পারে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের শান্ত রাখতে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। মনে করা হয় কালো কুকুর নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।

বাড়িতে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে। ঘর-বাড়িকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতেও সাহায্য করে। শাস্ত্র অনুসারে, শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান।

নানা অসুবিধার কারণে অনেকেই বাড়িতে কুকুর রাখতে পারেন না। বাড়িতে যদি কুকুর রাখতে নাও পারেন, রাস্তার কুকুরকে খাবার খাওয়াতে পারেন। এতে শনিদেব খুশি হন।

কুকুরকে খাওয়ালে এবং সেবা করলে শনিদেব খুশি থাকেন। যাঁদের শনির মহাদশা, সাড়ে সাতি বা ঢাইয়া রয়েছে, তাঁদের অবশ্যই প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত। কুকুরের সেবা করলেও শনি গ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মত অনেকের।