যাত্রীকে মেঝেতে চেপে ধরে TTE, সপাৎ সপাৎ করে বেল্ট দিয়ে মারছে অ্যাটেনডেন্ট! ট্রেনের ভিতরেই কী ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে দেখুন
Viral Video: ট্রেনের যাত্রীদের অভিযোগ, কোচ অ্যাটেনডেন্ট ওই যাত্রীর থেকে ঘুষ নিয়েছিলেন। তারপর তাদের সঙ্গেই বসে মদ্যপান করেন। কিন্তু অভিযুক্ত যাত্রী যখন মদ্যপান করে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্যতা শুরু করেন, তখন ওই কোচ অ্যাটেনডেন্ট নিজেই টিটিই-কে ডাকেন।
নয়া দিল্লি: চলন্ত ট্রেনেই মারপিট। যাত্রীকে বেধড়ক মার টিকিট পরীক্ষক ও কোচ অ্যাটেনডেন্টের। মাটিতে ফেলে ওই যাত্রীর বুকে, পেটে লাথি মারা হয়। ভাইরাল হয়েছে সেই মারধোরের ভিডিয়ো।
ঘটনাটি ঘটেছে অমৃতসর-কাটিহার এক্সপ্রেসে। আক্রান্ত যাত্রীর নাম শেখ মাজিবল উদ্দিন। পেশায় তিনি ট্রাক ড্রাইভার। বিহারের সিওয়ান থেকে নয়া দিল্লি যাচ্ছিলেন। ওই যাত্রী মদ্যপ ছিলেন বলেই জানা গিয়েছে। মদ্যপান করে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন। তাঁকে বাধা দিতে এলে টিটিই-র উপরই চড়াও হন ওই ব্যক্তি। এরপরই মেজাজ হারিয়ে তাঁকে বেধড়ক মারধর করে টিটিই ও কোচ অ্যাটেনডেন্ট।
জানা গিয়েছে, ওই যাত্রী ট্রেনের দুই কর্মীর সঙ্গে বসেই মদ্যপান করেন। মদ্যপানের পর ট্রেনের মহিলা যাত্রীদের সঙ্গে অসভ্যতা করতে শুরু করেন। যাত্রীরা প্রতিবাদ করেন। খবর পেয়ে আসেন টিটিই রাজেশ কুমার। তিনি বাধা দিলে ওই মদ্যপ যাত্রী তাঁর উপরই চড়াও হয়। টিটিই-কে মারধর করার চেষ্টা করে।
A video is going viral showing a passenger being brutally beaten by a TTE and an attendant on a moving train. The incident is reported to have occurred on the 15708 Amritsar-Katihar Express. pic.twitter.com/ovfQmzWjz7
— Mazhar Khaan (@MazharKhaan_) January 9, 2025
এরপরই টিটিই ও কোচ অ্যাটেনডেন্ট, যিনি নিজেই ওই যাত্রীর সঙ্গে বসে মদ্যপান করেছিলেন, তারা মিলে অভিযুক্তকে মারধর করা শুরু করে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, টিটিই ও কোচ অ্যাটেনডেন্ট মিলে ওই যাত্রীকে গালিগালাজ করছে, লাথি মারছে। তাকে মেঝেতে চেপে ধরে রেখে এলোপাথাড়ি কিল-চড় মারা হয়।
আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, টিটিই ওই যাত্রীকে মাটিতে চেপে ধরে রেখেছিল। কোচ অ্যাটেনডেন্ট বেল্ট দিয়ে তাঁকে মারধর করছে।
ট্রেনের যাত্রীদের অভিযোগ, কোচ অ্যাটেনডেন্ট ওই যাত্রীর থেকে ঘুষ নিয়েছিলেন। তারপর তাদের সঙ্গেই বসে মদ্যপান করেন। কিন্তু অভিযুক্ত যাত্রী যখন মদ্যপান করে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্যতা শুরু করেন, তখন ওই কোচ অ্যাটেনডেন্ট নিজেই টিটিই-কে ডাকেন। ওই যাত্রী টিটিই-কে চড় মারেন বলে অভিযোগ।
গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই হলে রেলওয়ে পুলিশ ছুটে আসে। মদ্যপ যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আটক করা হয়েছে টিটিই-কে। অভিযুক্ত কোচ অ্যাটেনডেন্ট ততক্ষণে পালিয়ে যান। তাঁকে আর ট্রেনে খুঁজে পাওয়া যায়নি।
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে টিটিই ও কোচ অ্যাটেনডেন্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টিটিই ও দুই কোচ অ্যাটেনডেন্টকে সাসপেন্ড করা হয়েছে।