Calcutta High Court: সৌরভের ১ টাকায় পাওয়া জমির চুক্তি বিশ বাঁও জলে, বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে বলে জানানো হয়েছে। আর এই ভ্যালুয়েশনের কাজে রাজ্য যাবতীয় সাহায্য করবে সেবি(SEBI)-কে।

Calcutta High Court: সৌরভের ১ টাকায় পাওয়া জমির চুক্তি বিশ বাঁও জলে, বড় নির্দেশ হাইকোর্টের
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মামলাImage Credit source: Getty Image and Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2025 | 11:50 AM

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের জমি চুক্তি বিশ বাঁও জলে। ইস্পাত কারখানা তৈরি করার জন্য ১ টাকায় জমি লিজ দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ককে। সেই জমি নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টকে। প্রশ্ন ওঠে, প্রয়াগের ফিল্ম সিটির জমি, যা বাজেয়াপ্ত করা হয়েছিল, তা কীভাবে সৌরভকে ১ টাকায় লিজ দেওয়া হল! বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, রাজ্যের সঙ্গে ওই সংস্থার কী চুক্তি হয়েছে, তাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে বলে জানানো হয়েছে। আর এই ভ্যালুয়েশনের কাজে রাজ্য যাবতীয় সাহায্য করবে সেবি(SEBI)-কে।

ভ্যালুয়েশনের পর ওই সম্পত্তি নিলাম করতে হবে বলে জানাল হাইকোর্ট। সেই নিলামে যদি সৌরভ তথা সংশ্লিষ্ট সংস্থা অংশ নিয়ে প্রয়োজনীয় দাম দিতে পারে, তখন সেই সম্পত্তির অধিকার তারা পেতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ১৩ ফেব্রুয়ারি এই ব্যাপারে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রয়াগ গ্রুপকে ফিল্ম সিটি করার জন্য একসময় ৭৫০ একর জমি দিয়েছিল রাজ্য। পরে চিটফান্ড নাম মামলায় নাম জড়ায় ওই গ্রুপের। ফিল্ম সিটিতে বিনিয়োগের টাকা মানুষের কাছ থেকে প্রতারণা করে তোলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রয়াগ গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, সেই ৭৫০ একর জমি থেকেই কিছুটা সৌরভকে কারখানার জন্য দিয়ে দেওয়া হয়েছে। সেই জমি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।