করোনার কাছে হার মানলেন উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসক রামেন্দু ঘোষ

খুব অল্প বয়স থেকে দন্ত চিকিৎসক হিসাবে জনপ্রিয় রামেন্দু ঘোষ।

করোনার কাছে হার মানলেন উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসক রামেন্দু ঘোষ
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Nov 23, 2020 | 6:22 AM

TV9 বাংলা ডিজিটাল: জ্যোতি বসু থেকে শুরু করে বহু বিশিষ্ট জনের চিকিৎসা করেছেন চিকিৎসক রামেন্দু বাবু (Ramendu Ghosh)। উত্তরবঙ্গে সমাজসেবী হিসাবেও তাঁকে চেনেন সবাই। করোনা আক্রান্ত হয়ে কো-মর্বিডিটির কারণে প্রাণ হারালেন এই অভিজ্ঞ দন্ত চিকিৎসক রামেন্দু ঘোষ।

দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে চিকিৎসা করতেন রামেন্দু বাবু। সেখানেই করোনা আক্রান্ত হন বিশিষ্ট দন্ত চিকিৎসক। এরপর চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। এরপর করোনা রিপোর্ট নেগেটিভও আসে, কিন্তু প্রাণে বাঁচানো গেল না রামেন্দু ঘোষকে। করোনাকে হারালেও ফুসফুসে তীব্র সংক্রমণ ধরা পড়ে। চিকিৎকরা অনেক চেষ্টা করলেও শনিবার রাতেই প্রাণ হারালেন তিনি।

আরও পড়ুন: জ্যোতির বিকল্প হিমালিনী! দম আছে এই আলুর বলছেন বিজ্ঞানীরা

কলকাতাতে ডাক্তারি পড়েছিলেন। খুব অল্প বয়স থেকে দন্ত চিকিৎসক হিসাবে জনপ্রিয় রামেন্দু ঘোষ। বিশিষ্ট সমাজসেবী হিসাবেও তাঁকে কদর করত উত্তরবঙ্গের সব জেলার মানুষ। কিন্তু করোনার ফলে কো-মর্বিটিতে তাঁকেও চিরঘুমের দেশে চলে যেতে হল। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ বালুরঘাট। প্রিয় ডাক্তারবাবু আর ফিরবেন না মেনে নিতে পারছেন না অনেকেই।