আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর রিসেপশন পার্টির ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই তুলোধনা অভিনেতাকে
আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর রিসেপশন পার্টির ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই তুলোধনা অভিনেতাকে। পাপারাৎজিদের সামনে পোজ দিলেন তো বটে, তাই বলে একবারও স্ত্রীর মুখের দিকে তাকালেন না? অন্যদিকে কৌশাম্বী বেশ কয়েকবার আদৃতের চোখে চোখ রাখার চেষ্টা করলেন। তা দেখেই নেটিজেনদের প্রশ্ন, একবারও কেন তাকালেন না আদৃতি? নতুন বউয়ের সঙ্গে এ কেমন ব্যবহার?
ফারাক কোথায়?
সেলিব্রিটি মানেই সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানা মত। আর সেই ট্রোলিং-এ বিন্দুমাত্র নজর দেন না রণবীর কাপুর। আলিয়া ভাটের কথায়, ও এসব গায়ে মাখে না। কিন্তু আলিয়া এই বিষয়গুলোতে বেশ চিন্তিত হয়ে পড়েন, জুটির মধ্যে ফারাক এখানেই।
অরিজিতের গুরু
আন্তর্জাতিক মাতৃ দিবসে সোশ্যাল মিডিয়ার পাতায় সামনে এল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর মায়ের বেশ কিছু স্মৃতি। মা অদিতি সিং-ই ছিলেন আজকের এই খ্যাতনামা গায়ক অরিজিতের প্রথম শিক্ষাগুরু। খুবই অল্পবয়সে মায়ের হাত ধরেই গানের জগতে প্রবেশ করেছিলেন অরিজিৎ। আজ তিনি আর নেই, তবে অরিজিতের জীবনের প্রতিটা ধাপে জড়িয়ে থাকবেন তিনি আজীবন।
বিপাকে রণবীর
ভাইরাল হয়েছিল রণবীর কাপুরের আগামী ছবি রামায়ণের লুক। ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। এবার সেই সঙ্কট কাটাতে নয়া সিদ্ধান্ত নিল ছবি নির্মাতারা। পাল্টানো হচ্ছে তাঁর লুক। ফলে আবারও প্রথম থেকে কাজ শুরু হচ্ছে এই ছবির।
মিশরে ট্রেন্ডিং অভিজিৎ
হঠাৎ করেই মিশরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। গান নয়, নেপথ্যে এক অদ্ভুত কারণ। মিশরের প্রাক্তন প্রেসিডেগান্ট হোসনি মুবারকের সঙ্গে নাকি মুখের মিল রয়েছে অভিজিতের– এমনটাই মনে করছেন সে দেশের নেটিজেনরা। আর এই মিল আবিষ্কার করেই অভিজিৎকে নিয়ে রীতিমতো উত্তেজনায় ফুটছেন তাঁরা। আসছে সে দেশ ভ্রমণের আবদারও।
মর্মান্তিক মৃত্যু অভিনেত্রীর
মাতৃদিবস উপলক্ষে সামাজিক মাধ্যম জুড়ে আজ ভালবাসা যেন উপচে পড়ছে। এরই মধ্যে সামনে এক মর্মান্তিক খবর। মর্মান্তিক মৃত্যু হল সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা জয়রামের। অন্ধ্র প্রদেশের মহবুব নগরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পবিত্রা জয়রাম। সুপারহিট তেলুগু ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি।
ছেলের ছবি সামনে
মাতৃদিবসে ছেলে ঈশানের ছবি সামনে আনলেন নুসরত। একরত্তির সঙ্গে একেবারেই মুখের মিল নেই নুসরতের। বরং বাবা যশ দাশগুপ্তের মুখ যেন কেটে বসানো। মাথার চুল থেকে হাসি– সব কিছুতেই মিল রয়েছে তার। একজন লিখলেন, “কী মিষ্টি হয়েছে। এ তো পুরো বাবার মতো দেখতে”। আর এক নুসরত ভক্তের বক্তব্য, “কেন ছেলের ছবি পোস্ট করেন না দিদি? এত সুন্দর দেখতে। মনটা ভাল হয়ে গেল।”
লিভইনে আপত্তি নেই
শোনা যায়, প্রেমিকা দামিনীর সঙ্গে একত্রবাস করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু। ছেলের একত্রবাস অর্থাৎ লিভইনে আপত্তি রয়েছে মায়ের? প্রশ্ন রেখেছিল টিভি নাইন বাংলা। শ্রাবন্তীর উত্তর, “একদম ওকে আমি। ছেলে লিভইন করুক যাই করুক আমার আপত্তি থাকবে কেন? জীবন একটাই তাই যে যেটাতে ভাল থাকে, সেটাই করা উচিৎ বলে আমি মনে করি।”
ট্রোল্ড আদৃত
আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর রিসেপশন পার্টির ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই তুলোধনা অভিনেতাকে। পাপারাৎজিদের সামনে পোজ দিলেন তো বটে, তাই বলে একবারও স্ত্রীর মুখের দিকে তাকালেন না? অন্যদিকে কৌশাম্বী বেশ কয়েকবার আদৃতের চোখে চোখ রাখার চেষ্টা করলেন। তা দেখেই নেটিজেনদের প্রশ্ন, একবারও কেন তাকালেন না আদৃতি? নতুন বউয়ের সঙ্গে এ কেমন ব্যবহার?
বাংলা ছাড়ছেন মধুমিতা?
মধুমিতা সরকার সম্প্রতি এক বলিউডের ছবির জন্য মনোনীত হয়েছেন। পাশাপাশি একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও তিনি প্রাথমিক ভাবে পছন্দের তালিকায় রয়েছেন। তবে কি এবার বাংলা ছাড়ছেন তিনি? অভিনেত্রীর কথায়, ”আমি বাংলা ছাড়ছি এমনটা নয়। এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব ঔদ্ধত্য থাকে। আমি কখনই সেটা বলব না।”