এবার লোন নিচ্ছে খোদ SBI, হয়ে গেল চুক্তি

Nov 16, 2024 | 1:30 PM

SBI: বৈদেশিক মুদ্রার ঋণ বাড়াতে বর্তমানে সক্রিয় হয়েছে একাধিক ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং কোম্পানি। সেই তালিকায় এবার এসবিআই-ও যোগ দিল। নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলি বিদেশি ঋণের দিকে ঝুঁকেছে।

এবার লোন নিচ্ছে খোদ SBI, হয়ে গেল চুক্তি
ফাইল চিত্র
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: বাড়ি বা গাড়ি কেনার সময়, অথবা কোনও ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিতে হয় ব্যাঙ্ক থেকে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক হওয়ায় ‘স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া'(SBI)-র ওপর সাধারণ মানুষের ভরসাও বেশি। তবে এখন ঋণ নিতে চলেছে খোদ এসবিআই। দেশের সবচেয়ে বড় ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই ব্যাঙ্ক। ১.২৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১০,৫৫২ কোটি টাকা ধার করার পরিকল্পনা করা হয়েছে।

জানা গিয়েছে, লোনের মেয়াদ হবে পাঁচ বছরের। গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি (গিফ্ট সিটি) শাখার মাধ্যমে নেওয়া হচ্ছে এই লোন। এই চুক্তির নেতৃত্বে থাকছে সিটিবিসি ব্যাংক, এইচএসবিসি হোল্ডিংস পিএলসি এবং তাইপেই ফুবন ব্যাংক। ঋণের সুদের হার ‘সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট’ (SOFR) থেকে ৯২.৫ বেসিস পয়েন্ট বেশি রাখা হয়েছে।

বৈদেশিক মুদ্রার ঋণ বাড়াতে বর্তমানে সক্রিয় হয়েছে একাধিক ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং কোম্পানি। সেই তালিকায় এবার এসবিআই-ও যোগ দিল। নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলি বিদেশি ঋণের দিকে ঝুঁকেছে।

এসবিআই ছাড়াও ব্যাঙ্ক অব বরোদার ৭৫০ মিলিয়ন ডলার ঋণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সিডনি শাখা ৮১ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে। এসবিআই এখনও এই চুক্তির বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে এই উদ্যোগটি শুধুমাত্র আর্থিক চাহিদার কথাই বলে না, এর ফলে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগও সামনে আসছে।

Next Article